আইপিএলে সোমবার মুখোমুখি হয় চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। মরশুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে সিএসকে। প্রথম ম্যাচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারতে হয় চেন্নাইকে। সেই হারের পর দ্বিতীয় ম্যাচে ১২ রানে লখনউকে হারায় মহেন্দ্র সিং ধোনির দল। লখনউ ২১৮ রানের টার্গেট নিয়ে মাঠে নামে। চেন্নাইয়ের হয়ে প্রথম ওভারে বল করেন তুষার দেশপান্ডে। তিনি ৪ ওভার বল করে ৪৫ রান দিয়ে মূল্যবান দুটি উইকেট তুলে নেন। সেই সঙ্গে এই দলে আপাতত তিনি প্রথম একাদশ পাকা করে নিয়েছেন চেন্নাইয়ের এই বোলার।
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেন্নাই সুপার কিংসের তরুণ বোলার দেশপান্ডে বলেন, 'আমি বর্তমানের দৃঢ় বিশ্বাসী। যা ঘটে গিয়েছে তা নিয়ে মাথা ঘামাই না। আমি জানি টি-টোয়েন্টি ক্রিকেটে নো বল করা একটি অপরাধের সমান। কিন্তু আমি যদি এটি সম্পর্কে ভাবতে থাকতাম তাহলে হয়তো অতিরিক্ত আরও দশ রান আমার হাত চলে যেত। তাই আমি কী করে প্রত্যাবর্তন করা যায়, সেই দিকে মনোনিবেশ করি।'
তুষার দেশপান্ডে আইপিএলের প্রথম প্লেয়ার চেন্নাই সুপার কিংসের ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামেন। লখনউ ম্যাচেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবেই খেলেন। তিনি জানান ডেথ ওভারে বোলিংয়ের জন্য এখনও তিনি শিখে চলেছেন। সিএসকে-এর বোলিং কোচ ডোয়েন ব্রাভোর থেকে বোলিং কৌশল শিখছেন। বিশেষ করে ডেথ ওভারে কী করে বল করা যায় সেই বিষয়ে অতিরিক্ত নজর দিচ্ছেন তিনি। চেন্নাইয়ের এই বোলার বলেন, 'ডেথ ওভারে বল করা খুব একটা সহজ নয়। আমাদের বোলিং কোচ ব্রাভোর থেকে আমি ডেথ ওভারে আরও ভালো বল কী করে করা যায় তা শিখছি। ব্র্যাভো এত বছর ধরে চেন্নাইয়ের হয়ে যা করেছে তাঁর সঙ্গে আমার দায়িত্বের অনেক মিল রয়েছে। আমি তাঁর জায়গা পূরণ করতে পারব কিনা তা সময় বোঝা যাবে কিন্তু তাঁর থেকে ডেথ ওভারের বোলিং কৌশল আমি শিখছি।'
দেশপান্ডে নিজে মনে করেন, তিনি প্রতিদিন শিখছেন এবং ভালো বোলার হিসেবে নিজের উন্নতি করছেন। সাংবাদিকদের তিনি জানান, 'আমি মনে করি, সুযোগ পাওয়া বা না পাওয়া আমার হাতে নেই। আমার হাতে যা আছে, তা হল চেষ্টা। দিন দিন নিজের আরও উন্নতি করা। তাই আমি সেদিকেই মনোনিবেশ করছি। আমি ব্যক্তিগতভাবে অনুভব করি, যখন আমি একজন বোলার হিসাবে ভালো করতে থাকবো সুযোগ আমার দিকে আসতে থাকবে। তখন মাথার ঠান্ডা রেখে সেই সুযোগকে ব্যবহার করতে হবে।' চিপকে খেলার সম্পর্কে ২৭ বছর বয়সী এই মুম্বইয়ের বোলার বলেন, 'আমি প্রায় কিছুই শুনতে পাচ্ছিলাম না। অনেক বেশি চিৎকার ধেয়ে আসছিল আমাদের দিকে। আমি এতদিন এই স্টেডিয়ামের সম্পর্কে শুনেছিলাম। এখন এখানে খেলার অভিজ্ঞতাও হল।'
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।