বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > দু’বছর পরে ইডেনের পিচে IPL-এর ম্যাচ, খুশির বদলে চিন্তায় বোর্ড কর্তারা

দু’বছর পরে ইডেনের পিচে IPL-এর ম্যাচ, খুশির বদলে চিন্তায় বোর্ড কর্তারা

বৃষ্টির কারণে ঢাকা ইডেনের পিচ 

মাঠে সাদা কভারে ঢাকা রয়েছে। সেটা কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে কর্তাদের। স্বাভাবিকভাবেই চর্চায় চলে আসছে ইডেনের পিচও। বলাবলি হচ্ছে, টানা কভারের ঢাকা থাকায় উইকেট আবার অন্যরকম আচরণ করবে না তো? অস্বাভাবিকরকমের কিছু আচরণ করবে না তো?

দু’বছর পর ভিড় মাঠের ইডেন গার্ডেন্সে দেখা যাবে আইপিএল-এর ম্যাচ। সেটাও আবার প্লে অফের মতো হাইভোল্টেজ লড়াই। সে কারণেই ইতিমধ্যেই টিকিটের হাহাকার দেখা যাচ্ছে। তার মধ্যেই ইডেনের পিচ নিয়ে নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে। মাঠে সাদা কভারে ঢাকা রয়েছে। সেটা কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে কর্তাদের। স্বাভাবিকভাবেই চর্চায় চলে আসছে ইডেনের পিচও। বলাবলি হচ্ছে, টানা কভারের ঢাকা থাকায় উইকেট আবার অন্যরকম আচরণ করবে না তো? অস্বাভাবিকরকমের কিছু আচরণ করবে না তো?

আগামী দু’দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইডেনের ইতিহাস বলছে, পিচ যতবারই টানা কভারের ঢাকা থেকেছে, ততবারই কিছু না কিছু অস্বাভাবিক ঘটেছে। বারবারই ছ’বছর আগে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতি ভেসে আসছে। তেমন কিছু ঘটবে না তো? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সিএবি-র পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে সে রকম কিছু হওয়ার সম্ভাবনা নেই। পাকিস্তান ম্যাচের আগে টানা বারো দিন উইকেট ঢাকা ছিল। এবার সেরকম হয়নি। 

শোনা গিয়েছে বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে পিচ দেখে গিয়েছেন। তিনিও নাকি পিচ দেখে আশ্বস্ত। কিন্তু তারপরেও প্রশ্ন থেকেই যাচ্ছে। পুরোপুরি চিন্তা মুক্ত হওয়া যাচ্ছে না। এমন অবস্থায় প্লে অফের খেলা শুরু হওয়ার আগে মাঝের মধ্যে দু’একবার কভার উঠছে। তাও যখন পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায় ও আশিষ ভৌমিকের সঙ্গে পিচ দেখতে যাচ্ছেন বোর্ডের সিইও হেমাঙ্গ আমিন বা বিসিসিআই-এর কোন কর্তা। তবে সকলেই ইডেনের পিচ নিয়ে বেশ চাপে রয়েছে। 

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.