বাংলা নিউজ > ময়দান > 'খেল রত্নে'র নাম বদল, রাজীব গান্ধীর বদলে নামকরণ ধ্যান চাঁদের নামে, জানালেন মোদী

'খেল রত্নে'র নাম বদল, রাজীব গান্ধীর বদলে নামকরণ ধ্যান চাঁদের নামে, জানালেন মোদী

রাজীব গান্ধীর বদলে খেল রত্নের নামকরণ হল মেজর ধ্যান চাঁদের নামে (ছবি সৌজন্যে টুইটার/প্রধানমন্ত্রী মোদী)

রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের।

নাম বদল করা হল রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কারের। রাজীব গান্ধীর বদলে পুরস্কারের নামের সঙ্গে যুক্ত হল ভারতের কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যান চাঁদের। এদিন টুইট করে এই নাম বদলের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী জানান যে বেশ কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন মহলের তরফে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদের নামে করার আবেদন জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই নাম বদল বলে জানান তিনি।

এদিন টুইটে মোদী লেখেন, 'ভারতের বিভিন্ন জায়গা থেকে অনেক নাগরিকের কাছ থেকে আমি আবেদন পেয়েছি যাতে খেল রত্ন পুরস্কারের নামকরণ মেজর ধ্যান চাঁদের নামে করা হয়। যাঁরা আমাকে এই পরামর্শ দিয়েছেন, তাঁদের আমি স্বাগত জানাচ্ছি। তাঁদের আবেগকে সম্মান জানিয়ে এখন থেকে খেল রত্ন পুরস্কারকে মেজর ধ্যান চাঁদ খেল রত্ন পুরস্কার বলা হবে। জয় হিন্দ!'

বিশ্বের সেরা হকি খেলোয়াড়দের মধ্যে একজন ছিলেন ধ্যান চাঁদ। বাইশ বছরের ঝকঝকে কেরিয়ারে (১৯২৬-৪৮) চারশোর বেশি আন্তর্জাতিক গোল করেছেন তিনি। ইউরোপীয় খবরের কাগজগুলি তাঁকে হকির জাদুকর তকমা দিয়েছিল। ১৯৩৬ সালে বার্লিনে, মিউনিখ অলিম্পিকে ভারতীয় হকি দল জার্মানিকে ৮-১ গোলে হারিয়েছিল। খেলা শেষ হওয়ার পর, ধ্যান চাঁদকে আমন্ত্রণ জানিয়েছিলেন অ্যাডল্ফ হিটলার। এবং তাঁকে জার্মানি আর্মি হকি টিমে যোগ দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু, সেই আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন তিনি। আজও তিনি স্মরণীয় হয়ে আছেন তাঁর গোল করার নজির এবং তিনটি অলিম্পিকে (১৯২৮, ১৯৩২ ও ১৯৩৬) হকিতে স্বর্ণপদকের জন্য। ১৯৭৯ সালের ৩ ডিসেম্বর লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

এদিকে এই বিষয়ে কংগ্রেসের তরফে সাংসদ কে সুরেশ বলেন, ‘এটা খুবই দুঃখের। রাজীব গান্ধী ভারতকে ২১ শতকে পথ প্রদর্শন করেন। তিনি যুব সমাজকে খেলাধুলো করতে অনুপ্রেরিত করেছিলেন। গেরুয়া রঙে রাঙাতেই এই পদক্ষেপ বর্তমান সরকারের। তাই অন্য নাম দিয়েছে তারা।’ 

 

 

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো রক্তের টান এড়াতে পারলেন না! ক্রুষ্ণার সঙ্গে ঝামেলা ভুলে ভাগ্নির বিয়েতে গোবিন্দা টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন লোকসভা নির্বাচনে VVPAT'র ১০০% ভোট গণনা হবে? রায়দান করে কী জানাল সুপ্রিম কোর্ট বুথের সামনেই সুকান্তকে শুনতে হল ‘গো–ব্যাক’ স্লোগান‌, মেজাজ হারান প্রার্থী ‘বাংলাদেশকে দেখলে লজ্জা পাই’, বলছেন আর্থিক সঙ্কটে বেহাল পাক প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর 'স্ট্রাইক রেট' যেন বাড়ে, হাফ প্যান্ট পরে ভোটের লাইনে রাহুল দ্রাবিড়

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.