মুম্বই ইন্ডিয়ান্স তাদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। টানা চার ম্যাচে তারা জয় ছিনিয়ে নিয়েছে। রবিবার ১২ মার্চ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইউপি ওয়ারিয়র্জকে ৮ উইকেটে পরাজিত করে হরমনপ্রীতের কৌরের টিম। তবে এই ম্যাচে ঘটে গিয়েছে একটি আজব ঘটনা। মুম্বইয়ের রান তাড়া করার সময়ে ১০.৩ ওভারে হরমনপ্রীত আউট হয়েও, হলেন না। বল স্টাম্পে লাগল, আলো জ্বলে গেল। কিন্তু বেল পড়ল না। বোল্ড হওয়ার সুযোগ এলেও, সেটা শেষ পর্যন্ত কাজে লাগল না।
আরও পড়ুন: আমি মনে করি, তুমি ১৫,০০০ রানও করতে পারো- সচিনের নজির ভাঙবেন শুভমন, আশায় গাভাসকর
মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ১১তম ওভারের তৃতীয় বলে পেসার অঞ্জলি সারভানি লেগ-সাইডের নীচে একটি মন্থর ডেলিভারি করেছিলেন, যেটা স্টাম্পে গিয়ে লাগে। তবে আলো জ্বললেও বেল না পড়ায় আউট হননি হরমনপ্রীত। ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিসা হিলি স্টাম্পের পিছনে প্রথমে সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন যে, হরমনের ভাগ্য সঙ্গ দিয়েছে। এবং তিনি অদ্ভূত ভাবে বেঁচে গিয়েছেন। এই ঘটনার সময়ে হরমনপ্রীতের সংগ্রহ ছিল ৭ রান। এবং ক্রিজে তাঁর সঙ্গে ছিলেন ন্যাট সিভার-ব্র্যান্ট। তবে মুহুর্তের মধ্যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবং বিষয়টি নিয়ে হাসিঠাট্টাই চলছে।
টস জিতে প্রথমে ব্যাট করে ইউপি-র ইনিংস নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রানে শেষ হয়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ১৭.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৪ রান তুলে ফেলে।
উত্তরপ্রেদেশের ইনিংসের শুরুতেই প্রথম ধাক্কাটা দেন সাইকা ইশাক। তিনি দলের ৮ রানের মাথায় ফেরান দেবীকা বৈদ্যকে। তখন বিপাকে পড়লেও সামলে নেন অ্যালিসা হিলি। তিনি ৪৬ বলে ৫৮ রান করেন। মারলেন ৭টি চার এবং ১টি ছক্কা। আর চারে ব্যাট করতে নেমে তাহিলা ম্যাকগ্রা ৩৭ বলে ৫০ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৯টি চার। এই দুই ব্যাটরকেও ফেরান ইশাক। তবে অ্যালিসা হিলি এবং তাহিলা ম্যাকগ্রার সৌজন্যেই ১৫০ রানের গণ্ডি টপকায় উত্তরপ্রদেশ। এ ছাড়া কিরণ নাভগিরে দু’অঙ্কের ঘরে পৌঁছন। তিনি ১৪ বলে ১৭ রান করেন। এর বাইরে কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। উত্তরপ্রদেশ ইশাক ৩৩ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া অ্যামেলিয়া কের ২ উইকেট নেন। ১ উইকেট নেন হিলি ম্যাথিউজ।
আরও পড়ুন: এটা কেমন শট? জাড্ডুর উইকেট ছুড়ে দেওয়া নিয়ে রেগে লাল গাভাসকর- ভিডিয়ো
জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে হরমনপ্রীতের দল। ইয়াস্তিকা ভাটিয়া ২৭ বলে ৪২ রান করেন। তাঁর ইনিংস সাজানো ৮টি চার এবং একটি ছক্কায়। তবে রান পাননি অপর ওপেনার ম্যাথিউজ (১২)। দলের ৫৮ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার। তাতে চাপে পড়ে যায় মুম্বই। সেই অবস্থায় দলের ইনিংসের হাল ধরেন ন্যাট সিভার ব্র্যান্ট এবং হরমনপ্রীত। দু’জনেই আগ্রাসী মেজাজে ব্যাট করে চাপ মুক্ত করেন দলকে। তৃতীয় উইকেটে তাঁদের অপরাজিত ১০৬ রানের জুটিই জয় এনে দিল মুম্বইকে। ব্র্যান্ট খেললেন ৩১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস। মারলেন ৬টি চার, ১টি ছয়। হরমনপ্রীতের ব্যাট থেকে এল ৩৩ বলে ৫৩ রানের ইনিংস। তিনি মারলেন ৯টি চার এবং ১টি ছয়। হিলির দলের সফলতম বোলার সোফি এলকেস্টোন। তিনি ৩০ রান দিয়ে ১ উইকেট নেন। এ ছাড়া ৩৩ রান দিয়ে ১ উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।