শুভব্রত মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত ক্রীড়াসূচি এবং তিন ফর্ম্যাটের চাপ সহ্য করতে না পেরে আগেই ওয়ানডে থেকে অবসর ঘোষণা করে দিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। তার পথে হেঁটেই এবার ওয়ানডে ক্রিকেটকে আলবিদা জানাতে পারেন একাধিক ক্রিকেটার। এমনটাই জানিয়েছেন আরেক ইংলিশ অলরাউন্ডার মইন আলি। তিনি বিষয়টি নিয়ে সতর্কবার্তা দিয়ে রেখেছেন আগে ভাগেই। তার মতে ব্যস্ত ক্রীড়াসূচির প্রতি নজর না দিলে ভবিষ্যতে ওয়ানডে ফর্ম্যাটের কোনও অস্তিত্ব থাকবে না।
আরও পড়ুন: ফ্লোরিডায় দুরন্ত রোহিত শর্মা, ভাঙলেন শাহিদ আফ্রিদির রেকর্ড
গত মাসেই মাত্র ৩১ বছর বয়সে ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস হঠাৎ করেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। ফ্রাঞ্চাইজি টি-২০ লিগের যুগে এরপরেই ব্যস্ত আন্তর্জাতিক ক্রীড়াসূচির পাশাপাশি প্রশ্ন উঠে যায় ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও। এই প্রসঙ্গে বলতে গিয়ে মইন আলি জানিয়েছেন 'এই মুহূর্তে আমার মনে হয় না ওয়ানডে ক্রিকেটকে বাঁচানো সম্ভব। আর বাঁচানোর উদ্দেশ্যে সেইভাবে কিছু করাও হচ্ছে না।'
দি হান্ড্রেডে বার্মিংহাম ফিনিক্স দলের অধিনায়ক জানিয়েছেন 'এই মুহূর্তেই কিছু একটা করতে হবে। নাহলে আমার ভয় রয়েছে যে আর কয়েক বছরের মধ্যেই আমরা টেস্ট ক্রিকেটকে হারিয়ে ফেলতে পারি। কারণ এই মুহূর্তে ফর্ম্যাটটা দীর্ঘ এবং বোরিং হয়ে গেছে। এই মুহূর্তে ওয়ানডেকে সেইভাবে গুরুত্বও দেওয়া হচ্ছে না। আমার চিন্তা রয়েছে যে এত টুর্নামেন্ট রয়েছে ক্রিকেটাররা আরও বেশি করে না অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে। আপনি দেখতে পাবেন সামনের কয়েক বছরেই অনেকে অবসর নেবেন এই ব্যস্ত ক্রীড়াসূচির কারণে।'