বাংলা নিউজ > ময়দান > ICC ODI World Cup 2023: ODI বিশ্বকাপের ফাইনাল আমদাবাদে, কলকাতায় হবে কি সেমি?

ICC ODI World Cup 2023: ODI বিশ্বকাপের ফাইনাল আমদাবাদে, কলকাতায় হবে কি সেমি?

নরেন্দ্র মোদী স্টেডিয়াম। ছবি- এএফপি (AFP)

ওডিআই বিশ্বকাপের সেমি ফাইনালের আসর বসতে চলেছে মুম্বই এবং চেন্নাইয়ে। পাশাপাশি ফাইনাল হবে আমদাবাদে।

চলতি বছরের শেষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। এই হাই ভোল্টেজ টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এতদিন জল্পনা চলছে। তবে ফাইনালের জন্য শুরু থেকেই এগিয়ে ছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিসিসিআই সূত্রে খবর দুটি সেমিফাইনাল আয়োজিত হবে যথাক্রমে মুম্বই এবং চেন্নাইয়ে। প্রত্যাশা অনুযায়ী ফাইনাল ম্যাচ হবে গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।

এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের করা একটা রিপোর্ট থেকে জানা যায় বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০১৬ সালের পর দীর্ঘ ৭ বছর পর দুই দল একে অপরের বিরুদ্ধে ভারতের মাটিতে নামতে চলেছে।

ভারত পাকিস্তান ম্যাচ মানেই তা এক আলাদা উত্তেজনা। তার ওপরে বিশ্বকাপ। এই কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ম্যাচটিকে আমদাবাদেই করতে চান। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। একসঙ্গে প্রায় এক লক্ষ দর্শক ম্যাচ দেখতে পারেন এখানে।

বিশাল সংখ্যক দর্শক সমাগমের কথা মাথায় রেখেই এখানে ম্যাচ অনুষ্ঠিত করা হবে। বিসিসিআই একটি জমকালো উদ্বোধনে বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ৫০ ওভারের বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। বিশ্বকাপের ম্যাচগুলির জন্য বেঙ্গালুরু, তিরুবনন্তপূরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, পুনে, বেঙ্গালুরু, মোহালি এবং ধরমশালাকে ভেনু হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকী দলগুলির অনুশীলনের জন্য এই জায়গাগুলোকে বেঁছে নেওয়া হয়েছে। তবে এই ভেনুগুলির মধ্যে মাত্র সাতটি শহরে ভারত লিগ ম্যাচ আয়োজন করবে। আহমদাবাদই একমাত্র ভেনু যেখানে ভারত প্রাথমিকভাবে একটি ম্যাচ খেলবে। যদি ভারত ফাইনালে ওঠে তাহলে দুটি ম্যাচ হবে।

জানা গিয়েছে, নিরাপত্তার কারণে পাকিস্তান তাদের বেশিরভাগ ম্যাচ চেন্নাই, কলকাতা অথবা বেঙ্গালুরুতে খেলতে পারে। বাংলাদেশ তাদের বেশিরভাগ ম্যাচ কলকাতা এবং গুয়াহাটিতে খেলবে বলে মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ বাংলাদেশের থেকে এই দুই শহরের দূরত্ব অনেকটাই কম যার ফলে সেই দেশ থেকে আসা দর্শকদের অনেকটা সুবিধা হবে।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতের কিছু জায়গায় বর্ষা থাকায় বিসিসিআই নভেম্বরের প্রথম সপ্তাহের আগে দেশের দক্ষিণাঞ্চলের ম্যাচগুলি করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিসিসিআই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলেছে ম্যাচের ভেনু ঠিক করার বিষয়ে। পাকিস্তানের ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচ ভারত কোথায় খেলতে চায় তা জানতে চেয়েছে বোর্ড। সূত্র মারফত জানা গিয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিন সহায়ক মাঠে খেলতে চেয়েছে।

এই বিষয়ে ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, 'ভারতীয় দল গত কয়েক বছরে ঘরের মাঠে স্লো পিচে ভালো পারফরম্যান্স করেছে। তাই টিম ম্যানেজমেন্ট অনুরোধ করেছে ভারতীয় দলকে ধীরগতির পিচে কঠিন দলগুলির বিরুদ্ধে খেলা দিতে। তারা হোম অ্যাডভান্টেজ পেতে চেয়েছে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্লে-অফে যেতেই ‘মদ খেয়ে অসভ্যতামি RCB ফ্যানদের, ঘিরে ধরে CSK ফ্যানদের গালিগালাজ’ ভোটে জেতার ৬ মাসের মধ্যে ভারতের অংশ হবে পাক অধিকৃত কাশ্মীর, দাবি আদিত্যনাথের রিজপুরের গদি দখলের লড়াইয়ে দিতিপ্রিয়া, কৌশিক, কনীনিকা! কবে আসছে আবার রাজনীতি? বইয়ে ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশের অভিযোগ, জম্মুতে গ্রেফতার প্রাক্তন পুলিশ সুপার স্পার্কলিং গাউন গায়ে, বিবাহ বার্ষীকিতেও দেদার খরচ মিষ্টি-রেমোর! কী দিলেন উপহার ইস্টবেঙ্গলের যুব দলও পারল না, অধরাই থাকল ট্রফি,ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন পঞ্জাব ভারী বৃষ্টিপাতের কবলে আফগানিস্তানও, বন্যায় ৫০ জনের মৃত্যু রায়বরেলি লোকসভা কেন্দ্র ২০২৪: মায়ের আসনে রাহুলের ভরসা অখিলেশ যাদব ‘দেশের সুরক্ষা নিয়ে আপস করছেন মমতা!’ মতুয়া গড়ে ভোটের আগে সিএএ নিয়ে নড্ডার তোপ তৈরি হবে নিম্নচাপ, তার আগেই অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড় কি আসবে?

Latest IPL News

প্লে-অফে যেতেই ‘মদ খেয়ে অসভ্যতামি RCB ফ্যানদের, ঘিরে ধরে CSK ফ্যানদের গালিগালাজ’ ধোনির ১১০ মিটারের ছক্কাই ‘প্লে-অফে পৌঁছে দিল’ RCB-কে! বলের রহস্য ফাঁস কার্তিকের মিলল আনুগত্যের ফল! RCB প্লে অফে যেতেই রাস্তা বন্ধ করে উন্মাদনায় ভাসল বেঙ্গালুরু ভগবানের প্ল্যান..ইউপি-র সতীর্থ যশকে বিশেষ দিনে বার্তা,তাঁকে পাঁচ ছয় মারা রিঙ্কুর IPL প্লে অফে RCB, মাঠে চোখ ভর্তি জল বিরাটের, আপ্লুত অনুষ্কার একাজ দেখার মতো ৩ জন প্রধান প্লেয়ারের চোট পার্থক্য গড়ে দিল- প্লে-অফে উঠতে না পারার অজুহাত রুতুর রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.