চলতি বছরের শেষে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপ। এই হাই ভোল্টেজ টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এতদিন জল্পনা চলছে। তবে ফাইনালের জন্য শুরু থেকেই এগিয়ে ছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিসিসিআই সূত্রে খবর দুটি সেমিফাইনাল আয়োজিত হবে যথাক্রমে মুম্বই এবং চেন্নাইয়ে। প্রত্যাশা অনুযায়ী ফাইনাল ম্যাচ হবে গুজরাটের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেসের করা একটা রিপোর্ট থেকে জানা যায় বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ২০১৬ সালের পর দীর্ঘ ৭ বছর পর দুই দল একে অপরের বিরুদ্ধে ভারতের মাটিতে নামতে চলেছে।
ভারত পাকিস্তান ম্যাচ মানেই তা এক আলাদা উত্তেজনা। তার ওপরে বিশ্বকাপ। এই কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তারা ম্যাচটিকে আমদাবাদেই করতে চান। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। একসঙ্গে প্রায় এক লক্ষ দর্শক ম্যাচ দেখতে পারেন এখানে।
বিশাল সংখ্যক দর্শক সমাগমের কথা মাথায় রেখেই এখানে ম্যাচ অনুষ্ঠিত করা হবে। বিসিসিআই একটি জমকালো উদ্বোধনে বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ৫০ ওভারের বিশ্বকাপ ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। বিশ্বকাপের ম্যাচগুলির জন্য বেঙ্গালুরু, তিরুবনন্তপূরম, মুম্বই, দিল্লি, লখনউ, গুয়াহাটি, হায়দরাবাদ, কলকাতা, পুনে, বেঙ্গালুরু, মোহালি এবং ধরমশালাকে ভেনু হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। এমনকী দলগুলির অনুশীলনের জন্য এই জায়গাগুলোকে বেঁছে নেওয়া হয়েছে। তবে এই ভেনুগুলির মধ্যে মাত্র সাতটি শহরে ভারত লিগ ম্যাচ আয়োজন করবে। আহমদাবাদই একমাত্র ভেনু যেখানে ভারত প্রাথমিকভাবে একটি ম্যাচ খেলবে। যদি ভারত ফাইনালে ওঠে তাহলে দুটি ম্যাচ হবে।
জানা গিয়েছে, নিরাপত্তার কারণে পাকিস্তান তাদের বেশিরভাগ ম্যাচ চেন্নাই, কলকাতা অথবা বেঙ্গালুরুতে খেলতে পারে। বাংলাদেশ তাদের বেশিরভাগ ম্যাচ কলকাতা এবং গুয়াহাটিতে খেলবে বলে মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ বাংলাদেশের থেকে এই দুই শহরের দূরত্ব অনেকটাই কম যার ফলে সেই দেশ থেকে আসা দর্শকদের অনেকটা সুবিধা হবে।
অক্টোবর-নভেম্বর মাসে ভারতের কিছু জায়গায় বর্ষা থাকায় বিসিসিআই নভেম্বরের প্রথম সপ্তাহের আগে দেশের দক্ষিণাঞ্চলের ম্যাচগুলি করিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের সূত্র প্রকাশিত খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিসিসিআই ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গেও কথা বলেছে ম্যাচের ভেনু ঠিক করার বিষয়ে। পাকিস্তানের ম্যাচ ছাড়া অন্যান্য ম্যাচ ভারত কোথায় খেলতে চায় তা জানতে চেয়েছে বোর্ড। সূত্র মারফত জানা গিয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিন সহায়ক মাঠে খেলতে চেয়েছে।
এই বিষয়ে ভারতীয় বোর্ডের এক কর্তা বলেন, 'ভারতীয় দল গত কয়েক বছরে ঘরের মাঠে স্লো পিচে ভালো পারফরম্যান্স করেছে। তাই টিম ম্যানেজমেন্ট অনুরোধ করেছে ভারতীয় দলকে ধীরগতির পিচে কঠিন দলগুলির বিরুদ্ধে খেলা দিতে। তারা হোম অ্যাডভান্টেজ পেতে চেয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।