রবিবার তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড জয়ের মাধ্যমে ভারত আরও একটি সিরিজ জিতেছে। যেখানে বিরাট কোহলি এবং শুভমন গিল ব্যাটিংয়ে সেঞ্চুরি করেছেন, মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং কুলদীপ যাদব বোলিংয়ে তাদের তেজ দেখিয়েছেন। তবে এর মধ্যেও ৪২ রান করে আউট হন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান গৌতম গম্ভীর।
ম্যাচ শুরু হলেই ছন্দে দেখা যায় রোহিতকে। শুভমনের পাশাপাশি তিনি শ্রীলঙ্কান বোলারদের অনেক মারধর করেন। দুই ব্যাটসম্যানই প্রথম উইকেটে ১৫.২ ওভারে ৯৫ রান যোগ করেন। এক সময় মনে হচ্ছিল এই ম্যাচে রোহিত বড় ইনিংস খেলবেন, কিন্তু করুণারত্নের বলে লং শট খেলতে গিয়ে ধরা পড়েন তিনি। রোহিত ৪৯ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪২ রান করেন। রোহিত সম্পর্কে গৌতম গম্ভীর বলেন, বিরাটের মতো রোহিতকে জায়গা দিতে হবে।
আরও পড়ুন… ভিডিয়ো: অজি সতীর্থকেই BBL-এ ধাক্কা মেরে বিতর্কে ওয়ার্নার
বিরাটের সঙ্গেও তাই হয়েছিল এবং তিনি ৩ বছর ধরে সেঞ্চুরি করেননি। রোহিতের ক্ষেত্রেও তাই হচ্ছে বলে মনে করা হচ্ছে। ৫০টি ইনিংস পেরিয়ে গেলেও সেঞ্চুরি করতে পারেননি তিনি। ধারাভাষ্যকার গম্ভীর বলেন, এক-দুটি সিরিজে সেঞ্চুরি করতে না পারলে ভিন্ন কথা। যদিও রোহিত আগে তা করতেন। তৃতীয় ওয়ানডেতে ভালো ছন্দে থাকলেও অর্ধশতরান মিস করেন তিনি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে চমক দেখাতে হবে রোহিতকে। তাঁকে তাঁর ২০১৯ সালের ফর্ম ফেরত আনতে হবে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে রোহিত শর্মা ১৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। ৬৭ বলে ৮৩ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে তাঁর ব্যাট নীরব ছিল এবং তিনি মাত্র ১৭ রান করতে পারেন। রোহিত ২০১৯ ওডিআই বিশ্বকাপের ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন। এ সময় তাঁর ব্যাট থেকে এসেছিল ৫টি সেঞ্চুরি। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া রবিবার তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে রেকর্ড ৩১৭ রানের জয়ে সিরিজে ক্লিন সুইপ করেছে। তবে রোহিত শর্মা আবারও ভালো শুরু করেও বড় ইনিংসে রূপান্তর করতে ব্যর্থ হন। এতে তাঁর নামে বিব্রতকর রেকর্ড যুক্ত হয়ে যায়।
আরও পড়ুন… ভিডিয়ো: ধোনির হেলিকপ্টার হাঁকালেন কোহলি, তারপর মনে করলেন মাহিকে!
আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়কের ৫০টিরও বেশি ইনিংস হয়ে গিয়েছে। রোহিত শর্মা শেষ সেঞ্চুরি করেছিলেন ২০২১ সালের সেপ্টেম্বরে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে রোহিত শর্মা ৪৯ বলে ৪২ রান করে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ আউট হয়ে যান হিটম্যান। এর পরে, ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর বলেন বিরাট কোহলির মতো রোহিত শর্মার কঠোর মনোভাব গ্রহণ করা উচিৎ। বিরাট কোহলি যখন সাড়ে তিন বছর সেঞ্চুরি করতে পারেননি, তখন তাঁকে অনেক সমালোচনা করা হয়েছিল। রোহিত শর্মার ক্ষেত্রেও তাই হওয়া উচিত।
গৌতম গম্ভীর স্টার স্পোর্টসে রোহিত শর্মার উদ্দেশ্যে বলেন, ‘আমি মনে করি আমাদের তাঁর সঙ্গে এমন আচরণ করা উচিত যেভাবে আমরা বিরাট কোহলির সঙ্গে ব্যবহার করতাম, যখন সে গত সাড়ে তিন বছরে সেঞ্চুরি করেননি। শতরান করতে না পারা রোহিত শর্মার সঙ্গে আমাদের সমান শক্ত হওয়া উচিত কারণ আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ ইনিংসই যথেষ্ট।’
গৌতম গম্ভীর আরও বলেন, ‘এমন নয় যে আপনি একটি বা দুটি সিরিজে সেঞ্চুরি করেননি। গত বিশ্বকাপের পর থেকে এই জিনিসটা দেখা যায়নি। বড় সেঞ্চুরি আসেনি তাঁর ব্যাট থেকে। ভালো ফর্মে দেখা যাচ্ছে তাঁকে। সে বলটা ভালোই হিট করছে কিন্তু তাঁকে সেটাকে বড় ইনিংসে রূপান্তর করতে হবে। বিরাট কোহলি ও রোহিত শর্মার জন্য একটা সমস্যা হয়েছে। বিরাট সেটা পার করেছেন। বিশ্বকাপের আগে এটা কাটিয়ে উঠতে হবে রোহিত শর্মাকে। দুই খেলোয়াড়ই বিশ্বকাপে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।