বাংলা নিউজ > ময়দান > Cricket World Cup 2023: ভারতে নয়, সম্ভবত নিরপেক্ষ দেশে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, দাবি ICC কর্তার- রিপোর্ট

Cricket World Cup 2023: ভারতে নয়, সম্ভবত নিরপেক্ষ দেশে বিশ্বকাপ খেলবে পাকিস্তান, দাবি ICC কর্তার- রিপোর্ট

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে একদিনের বিশ্বকাপ হতে চলেছে। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস)

Cricket World Cup 2023: রিপোর্ট অনুযায়ী, ভারত যেমন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, সেভাবেই নিরপেক্ষ মাঠে পাকিস্তান একদিনের বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে।

একদিনের বিশ্বকাপ খেলতে কি ভারতে আসবে না পাকিস্তান? এমনই জল্পনা উসকে দিলেন আইসিসির জেনারেল ম্যানেজার তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রাক্তন সিইও ওয়াসিম খান। একটি পাকিস্তানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কর্তা জানিয়েছেন যে ভারত যেমন এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না এবং নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, সেভাবেই নিরপেক্ষ মাঠে পাকিস্তান বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে। 

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আফগানিস্তান এবং পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজের পর ওয়াসিম জানিয়েছেন যে একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে নাও আসতে পারে পাকিস্তান। বরং একটি নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারেন বাবর আজমরা। ওয়াসিমকে উদ্ধৃত করে ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমার মনে হয় না যে ভারতে (একদিনের বিশ্বকাপের) ম্যাচ খেলবে পাকিস্তান। আমার মনে হয়, পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে। যেমন এশিয়া কাপে ভারতের ক্ষেত্রে হবে (বলে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে)।’

এমনিতে এবার পাকিস্তানে এশিয়া কাপ হওয়ার কথা আছে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে পাকিস্তানে খেলতে যাবেন না বিরাট কোহলি, রোহিত শর্মারা। বরং নিরপেক্ষ দেশে এশিয়া কাপ আয়োজন করা নিয়ে আলোচনা করা হচ্ছে বলে জানিয়েছিলেন বিসিসিআইয়ের সচিব তথা এশিয়ার ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ। যে মন্তব্যের পর পালটা বিশ্বকাপ থেকে নাম তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানি বোর্ড।

আরও পড়ুন: Cricket World Cup 2023 Date: ৫ অক্টোবর থেকে হতে পারে ODI বিশ্বকাপ, কলকাতা নয়, ফাইনাল হবে আমদাবাদে- রিপোর্ট

তবে সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান থেকে পুরোপুরি সরে যাবে না এশিয়া কাপ। শুধুমাত্র কোনও নিরপেক্ষ মাঠে এশিয়া কাপের ম্যাচ খেলবে ভারত। বাকি দলগুলির ম্যাচ হবে পাকিস্তানে। তবে নিরপেক্ষ দেশ হিসেবে ভারতের খেলা কোথায় হবে, তা এখনও নিশ্চিত হয়নি। তবে বিকল্প হিসেবে সংযুক্ত আরব আমিরশাহি, ওমান শ্রীলঙ্কার নাম উঠে আসছে। এমনকী ইংল্যান্ডেও খেলা হতে পারে বলে জল্পনা চলছে। সবমিলিয়ে ওই নিরপেক্ষ দেশে ভারত-পাকিস্তানের কমপক্ষে দুটি মহারণ-সহ পাঁচটি ম্যাচ হতে পারে।

আরও পড়ুন: Asia Cup 2023: সাপও মরবে লাঠিও ভাঙবে না, পাকিস্তান থেকে সরবে না এশিয়া কাপ, আবার ভারতও খেলবে, মিলল সমাধানসূত্র!

বিষয়টি নিয়ে এশিয়ার ক্রিকেট কাউন্সিলের তরফে সরকারিভাবে কিছু জানানো না হলেও ওই পাকিস্তানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, আইসিসির জেনারেল ম্যানেজার বলেছেন যে ‘আমি জানি না যে ওই ম্যাচগুলি (এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি) এখানে (পাকিস্তানে) হবে নাকি অন্য কোনও দেশে। তবে নিরপেক্ষ দেশেই ম্যাচ (এশিয়া কাপে ভারতের ম্যাচগুলি) হওয়ার সম্ভাবনা বেশি।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, এশিয়া কাপে যেমন ভারতের ক্ষেত্রে হচ্ছে, একদিনের বিশ্বকাপে সেরকম পথেই হাঁটতে পারে পাকিস্তান। যে বিশ্বকাপ আগামী অক্টোবর এবং নভেম্বর ভারতে হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী, বিশ্বকাপের ফাইনাল হবে আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন