আর কয়েক মাস পরই শুরু হবে প্যারিস অলিম্পিক্স। ইতিমধ্যেই সকল অ্যাথলিটরাই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। সকলেই নিজেদের সেরাটা দেওয়ার উদ্দেশ্যে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করছেন। লক্ষ্য একটাই এবং সেটা হলো, দেশের ঝুলিতে একাধিক পদক এনে দেওয়া। তবে তার আগে ভারতীয় ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন একটি বড় ঘোষণা করলেন। আসন্ন প্যারিস অলিম্পিক্সের জন্য ইকুয়েস্ট্রিয়ানে যে একটি মাত্র কোটা রয়েছে ভারতের জন্য, তা পেতে চলেছেন বাংলার অনুশ আগারওয়াল।
গতবছর সেপ্টেম্বর মাসে চীনে আয়োজিত এশিয়াডে ইকুয়েস্ট্রিয়ান ড্রেসের বিভাগে জোড়া পদক পেয়েছিলেন অনুশ। এবার আসন্ন প্যারিস অলিম্পিক্সে পদক জয়কে পাখির চোখ করে তিনি দীর্ঘদিন ধরে জার্মানিতে অনুশীলন করছিলেন। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে তিনি দাবি করেন যে এতদিন ধরে যেভাবে তিনি অনুশীলন চালিয়ে গেছেন সেভাবেই তিনি চালিয়ে যাবেন। এখানেই শেষ নয়, তিনি আরও দাবি করেন যে এই মুহূর্তে তিনি নিজের লক্ষ্য পূরণের উপর বেশি মনোযোগ দিচ্ছেন।
অনুশ আগারওয়াল বলেন, 'এই মুহূর্তে আমি নতুনত্ব কিছু ভাবছি না। এতদিন ধরে যেভাবে অনুশীলন চালিয়ে গিয়েছি এখনও সেভাবেই চালিয়ে যাবো। আজকের দিনে নিজের লক্ষ্য পূরণ ছাড়া আমি আর কোনও কিছুই ভাবছি না। সেটার উপরেই এখন বেশি মনোযোগ দিচ্ছি। বিশ্বের যে কোন টুর্নামেন্ট হোক না কেন দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা একটা গর্বের ব্যাপার। আর যদি সেটা অলিম্পিক্স হয় তাহলে তো ব্যাপারটা অন্যরকমের। ছোটবেলা থেকে আমার এটাই লক্ষ্য ছিল দেশের হয়ে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করার এবং আজকের দিনে সেটা হতে আমি খুব খুশি হয়েছি। তবে হ্যাঁ লড়াই এতটা সহজ নয় এখনো অনেক কাজ বাকি রয়েছে।'
পাশাপাশি, জার্মানিতে অনুশীলন করার প্রসঙ্গেও মুখ খোলেন অনুশ। তিনি বলেন, 'এশিয়াড শেষ হওয়ার পরেই, বিনা সময় নষ্ট করে আমি জার্মানিতে এসে অনুশীলন শুরু করি। কারণ দিনের শেষে আমার একটাই লক্ষ্য, সেটা হলো প্যারিস অলিম্পিক্সে সুযোগ পাওয়া এবং ভালো ফল করা। এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে লড়তে নামা এবং এশিয়াডে পদক জয়, দুটোই আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আশা করছি প্যারিস অলিম্পিক্সের ক্ষেত্রেও তাই হবে এবং আমি পদক জিততে পারবো। আশা করছি এটাও স্মরণীয় হয়ে থাকবে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।