রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলার প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন ইশান পোড়েল। তাঁর পরিবর্তে মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাঁ-হাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত। সেক্ষেত্রে তিন বছর পর ফের প্রথম শ্রেণির ক্রিকেটে কোনও ম্যাচ খেলতে চলেছেন প্রদীপ্ত।
এমনিতে এবারের রঞ্জিতে বাংলার হয়ে ফুল ফুটিয়েছে ইশান, মুকেশ কুমার এবং আকাশদীপের জুটি। বাংলা যে ৬৭ টি উইকেট নিয়েছে, তার মধ্যে ওই জুটির হাত থেকেই ৪০ টি উইকেট এসেছে। সেই পরিস্থিতিতেও রঞ্জির সেমিতে কেন ইশানকে বাইরে রাখার পথে হাঁটছে বাংলা?
সূত্রের খবর, কর্ণাটকের আলুরের যে পিচে রঞ্জির সেমিফাইনাল খেলা হবে, তাতে বল ঘুরবে বলে মনে করছেন অভিমন্যু ঈশ্বরণরা। তাঁদের ধারণা, আলুরের পিচ যথেষ্ট শুষ্ক। সেইসঙ্গে গত কয়েকদিন কাঠফাটা রোদ ওঠায় পিচ আরও শুষ্ক হয়ে গিয়েছে। ফলে ম্যাচ যত গড়াবে, তত স্পিনাররা সাহায্য় পাবেন বলে মনে করা হচ্ছে। সেজন্যই শাহবাজ আহমেদের সঙ্গে বাড়তি স্পিনার হিসেবে প্রদীপ্তকে খেলানোর পথে হাঁটছে বাংলা। যে শাহবাজ এবারের রঞ্জিতে ১২ টি উইকেট নিয়েছেন।
মনোজ তিওয়ারির চোট
একটা বিষয় নিয়েই বাংলা শিবিরের দুশ্চিন্তা ছিল। হাঁটুর চোটে কাবু মনোজ তিওয়ারি আদৌও সেমিফাইনালে খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছিল। যদিও ম্যাচের আগেরদিনই বাংলার কোচ অরুণ লাল উৎকণ্ঠা দূর করে দিয়েছেন।
আরও পড়ুন: Ranji Trophy: মনোজের চোট নিয়ে আপডেট দিলেন অরুণ লাল, রঞ্জির সেমিফাইনালে বাড়তি স্পিনার খেলানোর ইঙ্গিত
বাংলার কোচ বলেন, ‘গত দু’দিনে আমাদের অনুশীলন যথাযথ হয়েছে এবং আমরা আগামিকালের (মঙ্গলবার) ম্যাচের জন্য প্রস্তুত। গত ম্যাচে আমরা একটা ঝুঁকি নিয়েছিলাম। একজন স্পিনারে খেলা এবং পাঁচজন বাঁ-হাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে অফ-স্পিনার না খেলানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। শেষমেশ সেটা আমাদের জন্য কার্যকরী হয়ে দাঁড়ায়। সায়নশেখর ব্যাট হাতে ভালো খেলে এবং উইকেটও নেয়। এই ম্যাচের দলে সম্ভবত আমাদের আরও একটু ভারসাম্য আনতে হবে। সম্ভবত একজন পেসার কম খেলানো হবে।'