দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) কমিটির দুই কর্তা শ্যাম শর্মা এবং হরিশ সিংলা সম্প্রতি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) পরিদর্শন করেছেন। সেখানে তাঁরা ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্তের সঙ্গে দেখা করেন। পন্ত বর্তমানে এনসিএ-কে রিহ্যাবের মধ্যে রয়েছেন। এবং দ্রুত ফিট হওয়ার জন্য লড়াই চালাচ্ছেন। গত বছর ৩০ ডিসেম্বর একটি গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্ত।
তবে কিছুটা সুস্থ হয়ে ওঠার পর থেকেই, পন্ত নিজের তাঁর শারীরিক পরিস্থিতির আপডেট নিয়মিত সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য দিয়ে থাকেন। কখনও জিমে ঘাম ঝড়ানোর আপডেট দেন তো, কখনও কারও সাহায্য ছাড়াই হাঁটা বা সতীর্থদের এনসিএ-তে পেয়ে উচ্ছ্বসিত হয়ে তাঁদের সঙ্গে ছবি শেয়ার করে থাকেন।
তার রিহ্যাবের প্রক্রিয়াটি মোটেও সোজা নয়। তবে পন্ত কঠোর পরিশ্রম করছেন দ্রুত ফিট হয়ে ওঠার জন্য। এবং তিনি সময়ের আগেই সুস্থ হয়ে উঠছেন বলেও জানিয়েছিলেন তাঁর চিকিৎসকেরা। পন্তের ভক্ত এবং সমর্থকেরা আগ্রহের সঙ্গেই তাঁর অগ্রগতি অনুসরণ করে চলেছেন। এবং ক্রিকেট মাঠে পন্তের দ্রুত প্রত্যাবর্তনের আশায় দিন কাটাচ্ছেন।
শ্যাম শর্মা পন্তের ফিটনেসের অগ্রগতি দেখে বেশ সন্তুষ্ট। তিনি সামনে দেখে পন্তকে দেখে আশা প্রকাশ করেছেন যে, শীঘ্রই পন্ত ২২ গজে ফিরে আসবেন। শ্যাম শর্মা বলেছেন, ‘ওর রিহ্যাব ভালো হচ্ছে। দ্রুত অগ্রগতি হচ্ছে। এবং এখন ও অনেক ভালো আছে। ওর প্রত্যাবর্তন নিয়ে বরাবরই একটি বড় প্রশ্ন ছিল। কারণ সকলেই জানত, ওর যা চোট, তাতে সময় লাগবে। তবে আমি আশা করি যে, ও খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসবে।’
আরও পড়ুন: এক ওভারে দু'টি বাউন্সার, ইমপ্যাক্ট রুল, এবার বড় চমক মুস্তাক আলি ট্রফিতে
গত বছরের শেষের দিকে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন পন্ত। দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছিলেন তিনি। বর্তমানে তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেস ফিরিয়ে আনার জন্য লড়াই করছেন। তবে পন্ত যে ভাবে দ্রুত গতিতে সেরে উঠছেন, তাতে অবাক বিসিসিআই এবং ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিকেল স্টাফেরাও। পরিস্থিতি দেখে শুনে বিসিসিআই প্রত্যাশিত সময়ের থেকে আগেই পন্তকে ফিট করে তোলার চেষ্টা চালাচ্ছে।
পন্ত ক্রাচ ছাড়াই এখন হাঁটা-চলা করতে পারছেন। কোনও সাপোর্ট ছাড়াই সিঁড়ি বেয়ে উঠতে পারছেন। তাঁর যাবতীয় মনোসংযোগ এখন শরীরের নড়চড়া স্বাভাবিক করার দিকে। ফিজিয়ো এস রজনীকান্তের নজরদারিতে শক্তি ফিরে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তারকা উইকেটকিপার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।