শেফিল্ড শিল্ডে দুরন্ত ছন্দে ১৬৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তাসমানিয়ার পেসার স্যাম রেনবার্ড। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম ইনিংসে ১৪.৫ ওভার বল করে ২১ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন স্যাম রেনবার্ড। শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার পক্ষে সেরা বোলিং পরিসংখ্যান এখন এটাই।
এর আগে ১৯৮৪ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিটার ক্লফ ৯৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। তবে রেকর্ড করেছিলেন উইলিয়াম ব্রাউন। ১৮৫৮ সালের মার্চ মাসে ভিক্টোরিয়ার বিপক্ষে উইলিয়াম ব্রাউন তাসমানিয়ার হয়ে ৩১ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন। ১৬৪ বছর ধরে এটাই তাসমানিয়ার বোলারদের সেরা পরিসংখ্যান ছিল। যা বুধবার ভেঙে দেন রেনবার্ড।
টসে জিতে কুইন্সল্যান্ডকে ব্যাট করতে পাঠায় তাসমানিয়া। ব্যাট করতে নেমে রেনবার্ডের দাপটেই মাত্র ১০৪ রানে গুটিয়ে যায় কুইন্সল্যান্ডের ইনিংস। ওপেন করতে নেমে জো বার্নস ২৮ রান করেন। এটাই কুইন্সল্যান্ডের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান। এ ছাড়া ব্রাইস স্ট্রিট এবং অধিনায়ক জিমি পেরিসন ২৩ করে রান করেছেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। রেনবার্ড একাই ৮ উইকেট তুলে নেন। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন গ্যাব বেল।
জবাবে ব্যাট করতে নামলে প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৭ রান করেছে তাসমানিয়া। জ্যাক ডোরান ৪৮ করে এবং বিউ ওয়েবস্টার ক্রিজে রয়েছেন। অধিনায়ক ওয়েবস্টার এখনও রানের খাতা খোলেননি। এ ছাড়া ৪৪ করেছেন ক্যালেব জুয়েল। কুইন্সল্যান্ডের ব্লেক এডওয়ার্ডস ২ উইকেট নিয়েছেন। জ্যাক উইল্ডারমুথ এবং জেমস বেজলে ১টি করে উইকেট নিয়েছেন। প্রথম দিনের শেষে তাসমানিয়া ৫৩ রানে এগিয়ে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।