বাংলা নিউজ > ময়দান > নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের ব্যাটিংকে ধ্বংস করে ম্যাচের সেরা বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক!

নিউজিল্যান্ডের মাটিতে কিউয়িদের ব্যাটিংকে ধ্বংস করে ম্যাচের সেরা বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক!

ম্যাচের সেরা বাংলাদেশ বিমান বাহিনীর সৈনিক এবাদত হোসেন চৌধুরী (ছবি:পিটিআই)

এবাদত হোসেন বলেন, ‘নিউজিল্যান্ডের মাটিতে, আমারা গত ২১ বছরে জয় পাইনি। আমরা এবার একটা লক্ষ্য স্থির করেছি। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে। নিজেদের মাটিতে তারা টেস্ট চ্যাম্পিয়ন, আমরা পারলে, আমাদের পরবর্তী প্রজন্মও তাদের হারাতে পারবে।’

গত ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর টেস্টে হারল নিউজিল্যান্ড। বাংলাদেশের কাছে টেস্টে পরাজিত হল তারা। মাউন্ট মঙ্গাইনুয়ে বাংলাদেশের জয়ের নায়ক এবাদত হোসেন চৌধুরী। মঙ্গলবার চার উইকেট পেয়েছিলেন এবাদত। তার বলে আউট হন- উইল ইয়াং, কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বুধবার প্রথম ওভারের দ্বিতীয় বলে রস টেলরকে বোল্ড করেন তিনি। এরপর নেন কাইল জেমিসনের উইকেট। সব মিলিয়ে ৪৬ রানে তার শিকার ৬ উইকেট। তার হাত ধরে প্রায় ৯ বছর ও ৪৭ ম্যাচ পর টেস্টে ৫ উইকেট পেলেন বাংলাদেশের কোনও পেসার। শাহাদাত হোসেন, রবিউল ইসলাম ও মঞ্জুরুল ইসলামের পর চতুর্থ পেসার হিসেবে টেস্টে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এই পেসার।

নিউজিল্যান্ডের মাটিতে এবাদতের ক্যারিয়ারসেরা বোলিংয়ে কারণে কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ। টম লাথামের দলকে ৮ উইকেটে হারাল মুমিনুল বাহিনী। ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই ম্যান অব দ্য ম্যাচ এবাদত হোসেন। ম্যাচ জয়ের প্রতিক্রিয়ায় এবাদত বলেন, ‘প্রথমে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত, নিউজিল্যান্ডের মাটিতে, আমারা গত ২১ বছরে জয় পাইনি। আমরা এবার একটা লক্ষ্য স্থির করেছি। আমরা সবাই প্রতিজ্ঞা করেছি। নিউজিল্যান্ডকে আমাদের হারাতেই হবে। নিজেদের মাটিতে তারা টেস্ট চ্যাম্পিয়ন, আমরা পারলে, আমাদের পরবর্তী প্রজন্মও তাদের হারাতে পারবে।’

এবাদত আরও বলেন, ‘গত দুই বছরে, আমি ওটিস গিবসনের সাথে অনুশীলনে ঘাম ঝরিয়েছি। আমাদের ঘরের কন্ডিশন সবসময়ই ফ্ল্যাট থাকে। আমরা এখনও শিখছি কীভাবে বোলিং করতে হয় এবং দেশের বাইরের কন্ডিশনে রিভার্স সুইং করতে হয়। আমি স্টাম্পের উপরে বল করার চেষ্টা করছি। সাফল্যের জন্য ধৈর্য ধরে বল করছি। আমি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সৈনিক তাই স্যালুট করতে জানি। ভলিবল থেকে ক্রিকেটে আসা দীর্ঘ একটি গল্প। আমি ক্রিকেট উপভোগ করছি, বাংলাদেশ এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিনিধিত্ব করছি।’

বন্ধ করুন