২০২৩ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় নির্ধারিত ওডিআই সিরিজ খেলবে না বলে জানিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। যে কারণে অজিরা তিনটি ম্যাচ থেকে ওডিআই সুপার লিগ পয়েন্ট পেয়ে যাবে। নিজের কারণেই কপাল পুড়বে দক্ষিণ আফ্রিার।
আসলে এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে ৩-০ ব্যবধানে সিরিজ হারার মতোই বিষয় হবে। এতে ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য প্রোটিয়াদের কাছে একটি বড় ধাক্কা হতে পারে। এই মুহূর্তে ৪৯ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন: WTC Points Table-এ প্রথমবার দুইয়ে অজিরা, এবার ভারতের সঙ্গে ফাইনালের লড়াইয়ে লঙ্কা
গত মাসে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা সিরিজটি সরানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিল, যা তিনটি টেস্ট এবং নতুন ঘোষিত হওয়া টি-টোয়েন্টি লিগের পরে জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১২-১৭ জানুয়ারি এই সিরিজ হওয়ার কথা ছিল।
আরও পড়ুন: ৩০ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) পুনরায় সূচি নির্ধারণ করতে রাজি না হলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সিরিজের সময়সূচী ক্রিকেট সাউথ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সঙ্গে এক হয়ে যাচ্ছে। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে না বলে জানিয়ে দেয় প্রোটিয়ারা।
যাইহোক, ঠাঁসা ক্রীড়াসূচিতে ভরা ক্যালেন্ডারে কোনও উইন্ডো পাওয়া যায়নি, তাই ম্যাচগুলি বাতিল করা হয়েছে বলে দাবি ক্রিকেট অস্ট্রেলিয়ার। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মে মাসের মধ্যে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের সময়ের আগে এই ম্যাচগুলো আর করা সম্ভব হবে না। সিএসএ সম্মত হয়েছে যে, অস্ট্রেলিয়া টুর্নামেন্টের পয়েন্টগুলি পেয়ে যাবে।’