বাংলা নিউজ > ময়দান > অভিষেক ম্যাচেই এমন কাণ্ড! ঝুলন গোস্বামী-অজিত আগরকরের পাশে জায়গা পেলেন আর্শদীপ

অভিষেক ম্যাচেই এমন কাণ্ড! ঝুলন গোস্বামী-অজিত আগরকরের পাশে জায়গা পেলেন আর্শদীপ

আর্শদীপ সিংকে শুভেচ্ছা জানাচ্ছেন রোহিত শর্মা (ছবি-রয়টার্স) (Action Images via Reuters)

শুধু আর্শদীপই নয় এই কৃতিত্ব এর আগে আরও দুই ভারতীয় বোলার করেছিলেন। টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই মেডেন নিয়েছিলেন অজিত আগরকর ও ঝুলন গোস্বামী। তারাও নিজেদের অভিষেক ম্যাচে মেডেন ওভার বল করেছিলেন।

নিজের অভিষেক ম্যাচেই মেডেন ওভার করে নতুন কৃতিত্বের মালিক হলেন ভারতের তরুণ বোলার আর্শদীপ সিং। তবে শুধু আর্শদীপই নয় এই কৃতিত্ব এর আগে আরও দুই ভারতীয় বোলার করেছিলেন। টি টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচেই মেডেন নিয়েছিলেন অজিত আগরকর ও ঝুলন গোস্বামী। তারাও নিজেদের অভিষেক ম্যাচে মেডেন ওভার বল করেছিলেন।

অভিষেক ম্যাচেই মেডেন ওভার নিয়ে নিজেকে একটি বিশেষ ক্লাবে অন্তর্ভুক্ত করেছেন আর্শদীপ সিং।এই কৃতিত্ব অর্জন করে এখন সবার নজরে এসেছেন আর্শদীপ। ২০২২ সালের আইপিএলে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছিলেন তিনি। ভারত বনাম ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই প্রথম একাদশে জায়গা পেয়ে যান আর্শদীপ। ৩.৩ ওভার বল করে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন তিনি।

আরও পড়ুন… ১৮ মাস পরে সেঞ্চুরি করে কোহলিকে পিছনে ফেললেন স্মিথ! রুটের পাশে স্টিভ

তার মধ্যে একটি ওভার মেডেন নিয়েছিলেন তিনি। মোট ৫.১৪ ইকোনমি রেটে রান দিয়েছেন আর্শদীপ। তবে অভিষেক ম্যাচেই মেডেন নিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পঞ্জাবের এই পেস বোলার।

আরও পড়ুন… ১৮ মাস পরে সেঞ্চুরি করে কোহলিকে পিছনে ফেললেন স্মিথ! রুটের পাশে স্টিভ

টিম ইন্ডিয়ার হয়ে এর আগে মাত্র দুইজন বোলার এই কীর্তি করতে পেরেছেন। ২০০৬ সালে মহিলা টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অগস্ট মাসে মেডেন নিয়েছিলেন ঝুলন গোস্বামী। সেই বছরেই ডিসেম্বরে জোহানেসবার্গে এমন কৃতিত্ব গড়েছিলেন অজিত আগরকর।

বন্ধ করুন