বাংলা নিউজ > ময়দান > IND vs AUS: ‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

IND vs AUS: ‘একটা সেশন ছাড়া দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়া’, হাস্যকর দাবি করলেন ম্যাক্সওয়েল

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি- এএফপি (AFP)

ভারতের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজে দুটি ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তারপরও অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলের মুখে দলের প্রশংসা শোনা গেল।

ভারত সফরে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চার ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই দুই ম্যাচ হেরে পিছিয়ে রয়েছ অস্ট্রেলিয়া। নাগপুর ও দিল্লির ম্যাচে ভারতীয় বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটিং লাইনআপ। প্রথম ম্যাচ হেরেছে ১৩২ রানে। শুধু তাই নয়, ইনিংসে ম্যাচ হেরেছে প্যাট কামিন্সের দল।

দ্বিতীয় ম্যাচে ভারত জিতেছে ৬ উইকেটে। ভারতীয় পিচে অস্ট্রেলিয়ার ব্যাটিং সমালোচনার মুখে পড়েছে। খেলোয়াড়দের শর্ট নির্বাচন নিয়ে কথা উঠেছে। তবে ভারতের বিরুদ্ধে একদিনের দলের জায়গা পাওয়া তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল মনে করছেন, দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংস ছাড়া অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত এই সিরিজে ভালো খেলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘আমি মনে করি এই সিরিজের এখনও পর্যন্ত দল ভালই লড়াই করেছে। ভারতে ব্যাটিং করা খুব একটা সহজ নয়। দুটি ম্যাচের কিছু মুহূর্ত ছাড়া দল ভালই খেলেছে।’ তিনি আরও বলেন, ‘দিল্লিতে তৃতীয় দিনের শুরুতে আমার মনে হয়েছিল দল অনেকটাই এগিয়ে আছে। ভারতের মাটিতে ভারতের থেকে এগিয়ে থাকা প্রমাণ করে আমরা ভালোই খেলেছি।’

১৭ মার্চ থেকে ভারত বনাম অস্ট্রেলিয়া ওডিআই সিরিজ শুরু হবে। তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য ম্যাক্সওয়েলকে দলে রাখা হয়েছে। গত নভেম্বরে জন্মদিনের পার্টিতে অদ্ভুতভাবে এক দুর্ঘটনায় পা ভেঙে যায় ম্যাক্সওয়েলের। তারপর থেকে তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

এই বিষয়ে তিনি বলেন, ‘দুর্ঘটনায় আহত হওয়ার পর থেকেই নির্বাচকদের সঙ্গে আমি যোগাযোগ রেখেছি। আমি ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি দলে ফিরে আসতে পারব। কিন্তু সেটা সম্ভব হয়নি। আরও আগে দলের সঙ্গে যুক্ত হতে পারলে ভালো হতো। একদিনের দলে ফিরে আসার জন্য যা যা দরকার ছিল সেটা আমি জানতাম। সেই লক্ষ্যেকে সামনে রেখে আমি অনুশীলন করেছি।'

চোটের জন্য দল থেকে বাইরে থাকার সময় তিনি ঘরে সময় কাটানোর জন্য মাঝে মাঝেই নিজের হাতে খাবার তৈরি করেছেন বলে জানান‌ তিনি। এই বিষয়ে ম্যাক্স বলেন, ‘বিশ্বকাপের পর থেকে বাড়িতে থাকাকালীন আমি অনেক রান্না করেছি। এই অতিরিক্ত সময় দলের বাইরে থাকা ভালো না। তবে এমন নয় যে, খেলা থেকে বিরতি নেওয়া সব সময়ের জন্য খারাপ। এই বিরতির সময়টা আমি বেশিরভাগ নিজের ফিটনেস আনার জন্য ব্যয় করেছি। আশা করি এই সিরিজ আমার কেরিয়ার শেষের সময়টাকে কিছুটা বাড়িয়ে দেবে।’

বন্ধ করুন