রঞ্জি ট্রফির ফাইনালে শেষ পর্যন্ত চালু হচ্ছে ডিআরএস। বাংলার দাবি মেনে নিল বিসিসিআই। সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে অনুষ্টুপ মজুমদারের আউট নিয়ে বিতর্ক হয়েছিল। বাংলার দাবি ছিল, অনুষ্টুপ আউট ছিলেন না, কিন্তু তাঁকে আউট দেওয়া হয়েছিল। ডিআরএস থাকলে অনুষ্টুপের সেঞ্চুরিটা হাতছাড়া হত না।
আম্পায়ার অনিল চৌধুরীর ভুল সিদ্ধান্তেই ব্যক্তিগত ৮০ রানে আউট হয়ে যান অনুষ্টুপ মজুমদারকে। এমনটাই অভিযোগ ছিল বাংলা শিবিরের। তারা বলেছিল, কুমার কার্তিকয়ের যে ডেলিভারিতে তাঁকে আউট দেওয়া হয়, সেই বল প্যাডে লাগেনি। বরং ব্যাটের কানায় লেগে ফাইন লেগের দিকে গিয়েছে। খালি চোখে সেটা দেখে গেলেও, আন্তর্জাতিক মঞ্চের আম্পায়ার অনুষ্টুপের বিরুদ্ধে সিদ্ধান্ত দেন। আর এতেই ক্ষেপে গিয়েছিল বাংলা। ঘরোয়া ক্রিকেটে কেন ডিআরএস থাকবে না, তা নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন: ৩৩ বছর পর ঘরের মাঠে শিরোপা জয়ের হাতছানি বাংলার, Ranji Final দেখতে লাগবে না টিকিট
শেষ পর্যন্ত ইডেনে অনুষ্ঠিত রঞ্জি ট্রফির ফাইনালে ডিআরএস থাকছে। যেটা নিঃসন্দেহে বড় বিষয়। তবে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারির দাবি, বিসিসিআই-এর উচিত, প্রথম শ্রেণীর সব ক্রিকেটেই ডিআরএস চালু করা। তিনি বলেছেন, ‘খুবই ভালো বিষয়, ফাইনালে ডিআরএস থাকছে। কিন্তু বিসিসিআই-এর উচিত, প্রথম শ্রেণীর সব ম্যাচেই ডিআরএস চালু করা।’
নিজের আউট প্রসঙ্গে অনুষ্টুর কথা বলতে গিয়ে, ঘরোয়া ক্রিকেটে ডিআরএস-এর দাবি তুলেছিলেন। বলেছিলেন, ‘খেলার শেষে অনিল চৌধুরী আমাকে এবং মনোজকে সরি বলেছেন। তবে ব্যাপারটা কিন্তু এখানেই মিটছে না। আমার মতে, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকেই ডিআরএস রাখা উচিত। কারণ আম্পায়ারের একটা ভুল সিদ্ধান্ত খেলা বদলে দেয়। এর আগে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ফাইনালে অর্পিত ভাসাবাদা-কে আউট না দেওয়ার জন্য আমাদের ভুগতে হয়েছিল।’
আরও পড়ুন: মেতে ওঠার মতো কিছু করিনি- রঞ্জির সেমিফাইনাল জিতেও আবেগে ভাসছেন না লক্ষ্মী
গত বার রঞ্জির সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরে রঞ্জি থেকে ছিটকে গিয়েছিল বাংলা। এ বারের সেমিফাইনালে সেই মধ্যপ্রদেশকে হারিয়ে বদলা নিয়েছে বাংলা। ফাইনালে উঠে আরও একটা বদলার সুযোগ রয়েছে মনোজ তিওয়ারিদের সামনে।
তিন বছর আগে রঞ্জি ট্রফির ফাইনালে উঠেও হারতে হয়েছিল বাংলাকে। সৌরাষ্ট্রের কাছেই হারতে হয়েছিল মনোজদের। এ বার আবার ফাইনালে সেই সৌরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে বাংলা। আগের বার সৌরাষ্ট্রের ঘরের মাঠে খেলতে হয়েছিল বাংলাকে। এ বার নিজেদের ঘরের মাঠে খেলবেন মনোজরা। ইডেন গার্ডেন্সে সৌরাষ্ট্রকে হারিয়ে তিন বছর আগের হারের বদলা নেওয়ার সুযোগ বাংলার সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।