ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ মানেই উত্তপ্ত আবহাওয়া। বর্তমান অ্যাশেজেও তার ভিন্নতা হয়নি। ক্রিকেটারদের মধ্যে অল্প বিস্তার উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দর্শক আসন থেকেও দুই দেশের ক্রিকেটারদের প্রতি কটাক্ষ উড়ে এসেছে। এবার এই বিষয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনের উসমান খোয়াজা। অজি ওপেনার বিশ্বাস করেন যে স্টেডিয়ামে সমর্থকদের ভিড় থেকে ক্রিকেটারদের প্রতি দুর্ব্যবহার অনেক বেশি হয়েছে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া উভয় ক্রিকেটারদের প্রতি এইরকম ব্যবহার করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে বাচ্চাদের উপর এই কটুক্তির কি প্রভাব পড়বে তাই ভেবেও তিনি উদ্বিগ্ন।
এবারের অ্যাশেজে ২-১ পিছিয়ে রয়েছে ইংলিশ বাহিনী। পরপর দুটি ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। নিজেদের মরণ বাচন ম্যাচে ফিরে আসে ইংল্যান্ড। এই সিরিজে ক্রিকেটাররা বিভিন্ন সময়ে ভিন্ন কারণ নিয়ে ঝামেলায় জড়িয়েছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচে জনি বেয়ারস্টোর স্টাম্প আউট নিয়ে বিস্তার জল ঘোলা হয় ক্রিকেট মহলে। তা নিয়ে দুই দেশের ক্রিকেটাররা নিজেদের ভিন্ন ভিন্ন মত পোষণ করতে থাকেন। এরকম আবহাওয়ায় দর্শকদের মনোভাব নিয়ে মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান। তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে আমি ক্রিকেটের সঙ্গে যুক্ত আছি। ক্রিকেট খেলছি ও দেখছি। আমি চাই না আমার বাচ্চারা এর কাছাকাছি থাকুক। আমি মনে করি কিছু জিনিস খুব খারাপ হতে পারে। এজবাস্টনে তারা ট্রাভিস হেডকে খারাপ ভাবে ডাকছিল। আমি কি বলছি আশা করি তা বোঝা যাচ্ছে।'
খোয়াজার এই বক্তব্যের পর ইংলিশ ক্রিকেটাররা দ্রুত জবাব দেন যে তারা যখন অস্ট্রেলিয়া ট্যুরে যান তখন এইরকমই পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের। এর পরিপেক্ষিতে খোয়াজা বলেন, 'ইংল্যান্ডের ক্রিকেটাররা বলে, তারা যখন অস্ট্রেলিয়া যায় একই ঘটনা ওদের সঙ্গে ঘটে। এটি মাঝে মাঝে কিছুটা হতাশাজনক হতে পারে। আমি মনে করি আমরা অস্ট্রেলিয়ায় এটিকে অনেক দূরে নিয়ে যেতে পারি। কিন্তু আমি এটির খুব বড় ভক্ত নই। আমি অনেক খেলাধুলো ভালোবাসি। তবে দর্শকরা যখন প্লেয়ারদের কাছাকাছি থাকবে তখন তাদের কটুক্তি করবে এটা আমি মেনে নিতে পারি না।'
আগামী ১৯ জুলাই থেকে চতুর্থ টেস্ট শুরু হতে চলেছে। মনে করা হচ্ছে সেই ম্যাচে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে। অ্যাশেজের বিষয় নিয়ে অস্ট্রেলিয়ান উইকেরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি বলেন, 'এটা অ্যাশেজ সিরিজ আমাদের তা মনে রাখতে হবে। আমরা এখানে আসতে পছন্দ করি। আমরা অ্যাশেজ খেলতে পছন্দ করি। ইংল্যান্ডে আমার প্রথম টেস্ট ক্রিকেট খেলা অভিজ্ঞতা আশ্চর্যজনক।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।