বাংলা নিউজ > ময়দান > ছেলেরা হারলেও বনীতা-রুমেলির জোড়া শতরানে দাপুটে জয় বাংলার মেয়েদের

ছেলেরা হারলেও বনীতা-রুমেলির জোড়া শতরানে দাপুটে জয় বাংলার মেয়েদের

হায়দরাবাদকে হারাল বাংলা।

মেয়েদের জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে হায়দরাবাদকে বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলা।

মেয়েদের জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলা। শনিবার সিনিয়র ওয়ান ডে ট্রফিতে হায়দরাবাদকে ১৭৫ রানে পরাজিত করে বাংলার মেয়েরা। সৌজন্যে, বনীতা ও রুমেলির জোড়া শতরান।

চিন্নাস্বামীতে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৫ উইকেটের বিনিময়ে ৩২২ রান তোলে। ভিআর বনীতা ওপেন করতে নেমে ১০৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। ৭১ বলের ইনিংসে তিনি ১৯টি চার ও ১টি ছক্কা মারেন। রুমেলি ১১টি বাউন্ডারির সাহায্যে ১১২ বলে ১০৪ রান করে আউট হন। এছাড়া ধারা গুজ্জর ২১ ও পি বালা ৪০ রানের যোগদান রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদ ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তোলে। অনুরাধা নায়েক ৫৪ ও ভি পূজা অপরাজিত ৭৫ রান করেন। সুকন্যা পরিদা ১০ ওভারে ২টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। গৌহার সুলতানা ১০ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন।

সুস্মিতা গঙ্গোপাধ্যায়, মিতা পাল, সাইকা ইশাক, ধারা গুজ্জররা উইকেট না পেলেও অত্যন্ত কৃপণ বোলিং করেন। উল্লেখযোগ্য বিষয় হল, হায়দরাবাদের তিন ব্যাটারই ধারার হাতে ধরা দেন। উল্লেখ্য, শনিবারই বাংলার ছেলেরা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের কাছে ১০ রানে পরাজিত হয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

UGC-NET কত নম্বর পেতে পারেন? মিলল আভাস, কীভাবে অ্যানসার কি চ্যালেঞ্জ করবেন? ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে লড়ছে শ্রীলঙ্কা! ৯৩/৫ থেকে দ্বিতীয় দিনের শেষে ২১১/৫… 'বিয়ের পর থেকে পাইনি …' ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাঞ্চনের বিষয়ে কী বললেন শ্রীময়ী? শুধু একটা শব্দ ‘‌আসি’‌, নাড়িয়ে দিল লালবাজারকে, মহিলার প্রাণ বাঁচাল পুলিশ ভূটানে একান্তে স্ত্রী কোয়েলের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অরিজিৎ, সামনে এল ছবি... ৪ ইনিংসে ৩ অর্ধশতরান!কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! অজিরা সিরিজ জিতল ৩-০… গ্রামবাংলার মানুষের এবার আবাসের টাকা মিলতে চলেছে, নির্ভুল তালিকা তৈরির নির্দেশ যৌন হেনস্থার অভিযোগ, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড কোনও টেস্ট সরছে না! পাকিস্তানেই হবে ইংল্যান্ড সিরিজ! জল্পনা ওরালেন PCB প্রধান… রিল রিয়েল মিলেমিশে একাকার, অনন্যার ওয়েব সিরিজে দেখা গেল কার বিয়ের দৃশ্য?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.