সপ্তম ক্রিকেটার হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়। চলতি মরশুমে জাতীয় ওয়ান ডে টুর্নামেন্ট তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত দ্বিশতরান করেন মহারাষ্ট্রের তারকা ওপেনার।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন রুতুরাজ। এমন ধ্বংসাত্মক ইনিংসের পথে লিস্ট-এ ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার বিরল বিশ্বরেকর্ড গড়েন মহারাষ্ট্রের ক্যাপ্টেন।
চলতি বছরেই বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেছেন সৌরাষ্ট্রের সামর্থ ব্যাস ও তামিলনাড়ুর নারায়ন জগদীশান। এছাড়া টুর্নামেন্টের ইতিহাসে দ্বিশতরান করার নজির রয়েছে করণবীর কৌশল, পৃথ্বী শ, সঞ্জু স্যামসন ও যশস্বী জসওয়ালের।
বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি:-
১. নারায়ন জগদীশান: ২৭৭
২. পৃথ্বী শ: অপরাজিত ২২৭
৩. রুতুরাজ গায়কোয়াড়: অপরাজিত ২২০
৪. সঞ্জু স্যামসন: অপরাজিত ১১২
৫. যশস্বী জসওয়াল: ২০৩
৬. করণবীর কৌশল: ২০২
৭. সামর্থ ব্যাস: ২০০
রুতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান। তিনি ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ১৫০ রানের গণ্ডি টপকাতে গায়কোয়াড় খরচ করে ১৩৮টি বল। মারেন ৯টি চার ও ৬টি ছক্কা। শেষে ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রুতুরাজ। অর্থাৎ, দেড়শো থেকে ২০০ রানে পৌঁছতে গায়কোয়াড় মাত্র ১৫টি বল খরচ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।