ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও সহ-অধিনায়ক রোহিত শর্মা। বুধবার দু’জনেই মুম্বইয়ের ওয়াংখেড়েতে চলতি বছরের শেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ফেললেন। যে ম্যাচে লোকেশ রাহুলের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করতে দেখা গেল রোহিত, কোহলিকে। যার জেরে ভারত শুধু ওই ম্যাচটি নয়, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতে নিল তিন ম্যাচের টি-২০ সিরিজও।
অবাক করার বিষয়, এই ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোহলির মোট রান ছিল ২৫৬৩। সেখানে রোহিত শর্মার সংগ্রহে ছিল ২৫৬২। মাত্র এক রানে এগিয়ে থেকে ওয়াংখেড়েতে আরও একটা চোখ ধাঁধানো ইনিংস খেলে টি-২০ ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রানের মালিক হতে চেয়েছিলেন বিরাট। খেললেনও, ২৯ বলে ৭০ রানের একটি ঝকঝকে ইনিংস। একইভাবে ওই ম্যাচে রোহিতও ৩৪ বলে ৭১ রান তোলায় টি-২০তে দু’জনের মোট রান দাঁড়ায় ২৬৩৩ রানে।
আন্তর্জাতিক টি-২০তে কোনও ব্যবধান না রেখে রান সংগ্রাহকের তালিকায় কোহলি ও রোহিত যুগ্মভাবে শীর্ষ স্থান দখল করলেন। এর ফলে ২০১৯ সালটি তাঁরা দু’জনে এক আসনে বসে শেষ করলেন। জাতীয় দলের জার্সি গায়ে বিরাট এ পর্যন্ত ৭৫টি টি-২০ ম্যাচ খেলেছেন। এর মধ্যে টিম ইন্ডিয়ার অধিনায়ক ৭০টি ইনিংসে ৫২.৬৬-র গড়ে ২৬৩৩ রান সংগ্রহ করেছেন। তাঁর সর্বোচ্চ রান ৯৪। টি-২০তে তাঁরই দখলে রয়েছে সর্বাধিক ২৪টি হাফ সেঞ্চুরি।
ভারতীয় দলের জার্সি গায়ে রোহিত শর্মা মোট ১০৪টি টি-২০ ম্যাচ খেলেছেন। টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক অবশ্য নিজের ৯৬টি ইনিংসে ৩২.১০ গড়ে ২৬৩৩ রান সংগ্রহ করেছেন। রোহিতের সর্বোচ্চ রান ১১৮। কোহলির দখলে একটিও টি-২০ সেঞ্চুরি না থাকলেও, রোহিতের ঝুলিতে রয়েছে চারটি শতরান। এছাড়া ভারতের সহ অধিনায়কের নামের পাশে রয়েছে ১৯টি হাফ সেঞ্চুরি। মুম্বই ম্যাচে রোহিত ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০টি ছক্কা মারার রেকর্ডও গড়েন।
টি-২০তে ২৬৩৩ রানের মালিক হয়ে বিরাট কোহলি ও রোহিত শর্মা বসলেন একই আসনে। টি-২০তে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে যুগ্মভাবে রয়েছেন ভারতীয় ক্রিকেটের দুই রত্ন। এই তালিকায় এঁদের দু’জনের পিছনে রয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপ্তিল। টি-২০তে তাঁর রান ২৪৩৬। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক। তাঁর সংগ্রহ ২২৬৩ রান। এরপর ব্রেন্ডন ম্যাককালাম (২১৪০)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।