বাংলা নিউজ > ময়দান > কোহলি-রোহিত-পূজারা-রাহানেদের পরবর্তী কারা? তৃতীয় WTC চক্র শুরুর আগে উঠছে প্রশ্ন

কোহলি-রোহিত-পূজারা-রাহানেদের পরবর্তী কারা? তৃতীয় WTC চক্র শুরুর আগে উঠছে প্রশ্ন

বিরাট কোহলি, রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা।

জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এর সমাধান না পাওয়া পর্যন্ত এই নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে। আর এর উত্তর খুঁজতে হবে টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই-কে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানে বাজে ভাবে হেরে যায় ভারত। এই নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই সংস্করণের ফাইনালে উঠলেও, দু'বারই হেরে বসে থাকে টিম ইন্ডিয়া। শিরোপাপ এত কাছাকাছি পৌঁছেও, ১০ বছরের আইসিসি-র ট্রফির খরা কাটাতে পারছে না ভারত। ভুলভাল দল নির্বাচন এবং চোট নিয়ে উদ্বেগ, শেষ হয়েও যেন শেষ হচ্ছে না। এর পাশাপাশি তথাকথিত সুপারস্টাররা তাঁদের ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে পড়েছেন। টেস্ট অধিনায়ক হিসেবে রোহিত শর্মার অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। এবং রোহিতের জায়গায় কম বয়সী কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সরব হয়েছেন অনেকেই।

এ দিকে জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ দিয়ে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং এর সমাধান না পাওয়া পর্যন্ত এই নিয়ে কাটাছেঁড়া চলতেই থাকবে। সেই প্রশ্নগুলি কী?

বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রতিস্থাপন কি প্রস্তুত?

বিরাট কোহলির বয়স ৩৪, রোহিত শর্মার ৩৬। পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে তারা পুরোটাই খেলতে পারবে? রোহিতের পক্ষে সেটা চাপের হবে। তবে কোহলি টেনে দিলেও দিতে পারে। সে ক্ষেত্রে তাঁর ফর্ম নিয়েও প্রশ্ন থাকবে। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, ভারতকে তাদের পরবর্তী প্রজন্মের টেস্ট ক্রিকেটারদের প্রস্তুত করতে হবে। শুভমন গিল রয়েছেন, কিন্তু ওপেনার হিসেবে টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থাকছেই। পৃথ্বী শ'র ইদানীং পারফরম্যান্স খুব খারাপ। অন্য দিকে ইশান কিষান টেস্ট ক্রিকেটে নিজের জায়গা এখনও তৈরি করতে পারেননি। যশস্বী জয়সওয়াল ২০২৩ আইপিএল মরশুমে ভালো পারফরম্যান্স করার পরে স্ট্যান্ড-বাই হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলন। এ ছাড়া রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে ৩ ম্যাচে ৪৯৮ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন: রাজনৈতিক ডামাডোলের কারণে PCB চেয়ারম্যান হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন নাজাম শেঠি

কোহলির ব্যাপারটা একটু জটিল। এটা নির্ভর করছে, তিনি কী চান, তার উপর। কী ভাবে কোহলি ক্রিকেটকে অগ্রাধিকার দিতে চায় তার উপর। যতদূর সম্ভাবনা কোহলি আর ভারতের টি-টোয়েন্টি পরিকল্পনার অংশ নন। এবং তিনি এই বছর বিশ্বকাপের পরেও ওডিআই খেলা চালিয়ে যেতে চান কিনা, সেটা নিয়েও জল্পনা রয়েছে। তবে কোহলি এখনও ফিট এবং তার মধ্যে খিদে রয়েছে। কিন্তু কোহলিকে তাঁর টেস্ট ক্যারিয়ার দীর্ঘায়িত করতে হলে, সীমিত ওভারের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। তবে কোহলির স্থলাভিষিক্ত হওয়ার জন্য শ্রেয়স আইয়ার পরবর্তী সারিতে রয়েছেন। যদি না টিম ম্যানেজমেন্ট শুভমন গিলকে ভারতের এক নম্বর হওয়ার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে?

সত্যি কথা বলতে টেস্টে রোহিতের অধিনায়কত্বের রেকর্ড মারাত্মক কিছু খারাপ নয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অধিনায়ক হিসেবে টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে তিনি ভারতকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে দেন। কিন্তু তাঁর বয়স এবং ফিটনেস নিয়ে সমস্যা থাকছে। রোহিতের স্থলাভিষিক্ত হতে পারেন তিন জন- কেএল রাহুল, ঋষভ পন্ত এবং জাসপ্রীত বুমরাহ। তবে এই তিন জনই চোটের কারণে বাদ পড়েছেন এবং তাঁদের দলে ফেরার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই।

চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে নিয়ে প্রশ্ন

গত দশকে ভারতের মিডল অর্ডারে দু'জন স্তম্ভ ছিলেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা। তবে তাঁরাও ক্যারিয়ারের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছেন। তাঁদের জায়গা নেওয়ার জন্য তরুণরা অপেক্ষা করছেন। সেই তরুণদের তৈরি করার জন্য এর চেয়ে ভাল সময় হতে পারে না। এর আগেও পূজারা এবং রাহানেকে বাদ দিয়ে টেস্ট দল তৈরি করা হয়েছিল। দু'জনেই ২০২২ সালে বাদ পড়েছিলেন। তাঁদের জায়গা নেওয়ার জন্য রয়েছেন সরফরাজ খান, অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেলরা। অন্তত হোম টেস্টে এঁদের দলে নিয়ে পরীক্ষা করা যেতেই পারে। যেটা বিসিসিআই করছে না।

আরও পড়ুন: কামিন্সের ইয়র্কারে ভেবলে গেলেন অলি পোপ, সেরা ডেলিভারিতে উড়ে গেল স্টাম্প- ভিডিয়ো

পরবর্তী ফাস্ট বোলার কারা?

কোহলি এবং রবি শাস্ত্রীর অধীনে এক সময়ে ধ্বংসাত্মক ফাস্ট-বোলিং ইউনিট তৈরি হয়েছিল। এমনও ঘটনা আছে যে, বিদেশে গিয়ে ফাস্ট বোলাররাই টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ২০ উইকেট তুলে নিয়েছেন। ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ভারতের ফাস্ট বোলাররা ২৩.৯৬ গড়ে ৫০৬টি উইকেট নিয়েছেন। কিন্তু এখন বিদেশে টানা চারটি টেস্ট হয়েছে, যাতে ভারত বিদেশে ২০টি উইকেট নিতে ব্যর্থ হচ্ছে। জসপ্রীত বুমরাহের চোট, উমেশ যাদব খেলার চেয়ে বেশি বিশ্রাম নেন এবং ইশান্ত শর্মা তাঁর শেষ টেস্ট ক্যারিয়ার শেষ। এখন মহম্মদ সিরাজ ভালো ছন্দে রয়েছেন। আর ভারতের পেস আক্রমণের নেতা হয়ে উঠেছেন মহম্মদ শামি। বুমরাহ ফিরে এলে, ভারতের পেস আক্রমণ শক্তিশালী হবে।

কিন্তু ব্যাক আপ ফাস্ট বোলার কারা? শার্দুল ঠাকুর বিকল্প হতে পারেন। কিন্তু তার বাইরে কে? প্রসিধ কৃষ্ণ এবং আবেশ খান দু'টি নাম রয়েছে। এ ছাড়া আর্শদীপ সিং কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টে যোগ দিয়ে টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করছেন। উমরান মালিকের নাম অবশ্য এখনই সম্ভাব্যের তালিকায় নেই।

ভবিষ্যতের স্পিনার কারা?

গত ১০ বছরে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা এতটাই প্রভাবশালী ছিলেন, যে ভারতকে তাঁদের উত্তরসূরিদের নিয়ে খুব বেশি ঘামাতে হয়নি। কিন্তু সময় যত গড়াচ্ছে, তত স্পিনারদের বিকল্প নিয়ে ভাবতে হচ্ছে। যদিও অশ্বিন এবং জাদেজা ভালো ছন্দে রয়েছেন। ওয়াশিংটন সুন্দর তাঁর অলরাউন্ড দক্ষতা বিবেচনা করে স্পষ্ট পছন্দ। কিন্তু সবচেয়ে বড় বাধা তাঁর ফিটনেস। চার মাসে দু'বার তাঁর হ্যামস্ট্রিং চোট হয়েছে। বর্তমানে টিএনপিএল খেলছেন, ওয়াশিংটন দলীপ ট্রফিতে একটি নতুন শুরুর আশা করবে। এবং ধীরে ধীরে টেস্ট দলে ফিরে আসার পথ খুঁজে পাবে। রবীন্দ্র জাদেজার পরিবর্ত হিসেবে অক্ষর প্যাটেলের কথা ভাবা হয়ে থাকে। তবে এঁদের বাদ দিলে স্পিনারদের একটি বড় খরা রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জয়ী হলে মেয়েদের জন্য ‘সম্পূর্ণা’ চালু করবেন, আর কী আশ্বাস তৃণমূলের সায়ন্তিকার বৃষ্টি পড়তেই খেলা শুরু! জালে বড়-বড় ইলিশ, দাম উঠল ১৬ লাখ ভোটের মধ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি, BJP কর্মী খুনের তদন্তে পূর্ব মেদিনীপুরে NIA চিন্নাস্বামীতে তিন হাজার পার কোহলির, কোনও মাঠেই এই নজির নেই আর কোনও ব্যাটারের জাতীয় মঞ্চে ‘খুদে অরিজিৎ’ শুভ ও অরুণিতা গাইলেন বাউল গান,মুগ্ধ হয়ে শুনল নেটপাড়া জমি অধিগ্রহণের পরেও মালিককে দাম মেটানো হয়নি, DM-র বাংলো বাজেয়াপ্ত করার নির্দেশ মোহিনী একাদশী ২০২৪ এর তিথি কতক্ষণ থাকছে? মাহাত্ম্য, সময়কাল দেখে নিন ‘ভোটের দিন সারা বাংলায় মদ বাবদ ৪০ কোটি টাকা খরচ করে বিজেপি’ হিসেব অভিষেকের হামাসের হামলার ৬ মাস পরে উদ্ধার শানি লুক সহ ৩ ইজরায়েলি পণবন্দির দেহ ভোটের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতার বিভিন্ন থানা ঘুরলেন আধিকারিকরা

Latest IPL News

নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.