বাংলা নিউজ > ময়দান > ফিরে দেখা ২০২১: হর্ষ ভোগলের বেছে নেওয়া বছরের সেরা T20 দলে জায়গা হয়নি রোহিত-কোহলির, নাম নেই বাবর আজমেরও

ফিরে দেখা ২০২১: হর্ষ ভোগলের বেছে নেওয়া বছরের সেরা T20 দলে জায়গা হয়নি রোহিত-কোহলির, নাম নেই বাবর আজমেরও

বাবর, কোহলি ও রিজওয়ান। ছবি- এএনআই (ANI )

২০২১-এর সেরা টি-২০ একাদশে সুযোগ পেয়েছেন একজন মাত্র ভারতীয় ক্রিকেটার।

২০২১ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বছরের সেরা টি-২০ দল বেছে নিলেন হর্ষ ভোগলে। প্রখ্যাত ধারাভাষ্যকার ক্রিকবাজের হয়ে ২০২১ সালের সেরা টি-২০ দল গড়ে নেন। উল্লেখযোগ্য বিষয় হল, হর্ষর দলে জায়গা হয়নি বিরাট কোহলি, রোহিত শর্মাদের। নাম নেই বাবর আজমেরও। এগারো জনের দলে ভারতের একমাত্র প্রতিনিধি জসপ্রীত বুমরাহ। যদিও রিজার্ভ ক্রিকেটার হিসেবে হর্ষ বেছে নিয়েছেন লোকেশ রাহুলকে।

শুধুমাত্র আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের নিরিখে নয়, বরং ১৮ ডিসেম্বর পর্যন্ত সব ধরণের টি-২০ ক্রিকেটের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে এই দল গড়ে নেওয়া হয়েছে।

হর্য দুই ওপেনার হিসেবে দলে রেখেছেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান ও ইংল্যান্ডের জোস বাটলারকে। তিন থেকে ছয় পর্যন্ত চারজন অল-রাউন্ডার রয়েছেন দলে। তিনি ব্যাটিং অর্ডার অনুযায়ী জায়গা করে দিয়েছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ, ইংল্যান্ডের মইন আলি, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেলকে। এমনকি সাত নম্বরে থাকা সুনীল নারিনও অল-রাউন্ডার হিসেবে বিবেচিত হন।

বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিনজন বিশেষজ্ঞ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের শাহিন আফ্রিদি, দক্ষিণ আফ্রিকার এনরিখ নরকিয়া ও ভারতের জসপ্রীত বুমরাহ।

হর্ষ ভোগলের বেছে নেওয়া বছরের সেরা টি-২০ দল: জোস বাটলার, মহম্মদ রিজওয়ান, মিচেল মার্শ, মইন আলি, গ্লেন ম্যাক্সওয়েল, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রশিদ খান, শাহিন আফ্রিদি, এনরিখ নরকিয়া ও জসপ্রীত বুমরাহ।
রিজার্ভ: লোকেশ রাহুল, লকি ফার্গুসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জনি বেয়ারস্টো।

বন্ধ করুন