iPod অ্যাপলকে একটা প্রায় দেউলিয়া সংস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের অন্যতম বড় সংস্থায় গড়ে তুলতে সাহায্য করেছিল। ধীরে ধীরে আইপডের সমস্ত কাজ স্মার্টফোনেই উপলব্ধ হয়ে গিয়েছে।
আইফোন নির্মাতা সংস্থা অ্যাপেল ঘোষণা করেছে যে, আইপড টাচের বিক্রি বন্ধ করা হচ্ছে। এটিই লেটেস্ট আইপড ছিল। ২৩ অক্টোবর, ২০০১-এ প্রথম আইপড লঞ্চ হয়েছিল। কোম্পানি জানিয়েছে আপাতত যে টুকু স্টক আছে, তা থেকেই আইপড টাচ বিক্রি হবে। স্টক ফুরিয়ে গেলেই বিক্রি শেষ।