বাংলা নিউজ >
টেকটক > চলতি বছরে সাড়ে বারো লাখের ওপর সাইবার প্রতারণার অভিযোগ, নিষ্পত্তি ২৫ শতাংশ কেসে
চলতি বছরে সাড়ে বারো লাখের ওপর সাইবার প্রতারণার অভিযোগ, নিষ্পত্তি ২৫ শতাংশ কেসে Updated: 07 Dec 2023, 10:46 AM IST Sanket Dhar Cyber Crime Complaints in India: গোটা ২০২৩ সালে সাইবার অপরাধের অভিযোগ জমা পড়েছে কমবেশি ১২ লাখ। সম্প্রতি লোকসভায় এই নিয়ে প্রশ্ন ওঠে। তাতেই স্বরাষ্টমন্ত্রক এই বিবৃতি দিয়েছে। 1/7 গোটা বছর ধরে সাড়ে ১২ লাখ অভিযোগ! সাইবার ক্রাইম আটকাতে চলতি বছরের গোড়ায় স্থাপন করা হয় ইন্ডিয়ান সাইবার কোঅর্ডিনেশন কমিটি। তার পর থেকে এখন পর্যন্ত মোট অভিযোগের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ। 2/7 এর মধ্যে ৩.৮ লাখ অভিযোগের নিষ্পত্তি করেছে কমিটি। সব মিলিয়ে গ্রাহকের ৯৩০ কোটি টাকা বেঁচেছে প্রতারণার থেকে। সম্প্রতি এমনটাই জানালেন নবীণ স্বরাষ্ট্রমন্ত্রী অজয় কুমার মিশ্র। লোকসভার একটি প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি। 3/7 গত মঙ্গলবার লোকসভায় সাইবার ক্রাইম নিয়ে তথ্যের খতিয়ান পেশ করেন মন্ত্রী অজয়কুমার মিশ্র। পুলিশের কাছ থেকে পাওয়া তথ্যও তিনি এই দিন পেশ করেন। অজয় জানিয়েছেন, ২০২৩ সালে কমবেশি আড়াই লাখ সিম বাজেয়াপ্ত করা হয়েছে। এই সিমগুলি আর্থিক প্রতারণার কাজেও ব্যবহার করা হত। 4/7 পাশাপাশি তাঁর কথায়, ৪২ হাজারেরও বেশি আইএমইআই (ইন্টারন্য়াশনাল মোবাইল ইকুইপমেন্ট অথরিটি) ব্লক করা হয়েছে এই বছর। আইএমইআই-এর অর্থ ইন্টারন্য়াশনাল মোবাইল ইকুইপমেন্ট অথরিটি। যা মোবাইলের একটি ইউনিক কোড। 5/7 পাশাপাশি সাইবার সম্পর্কিত সচেতনতা বাড়াতে দেশের ৩৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশিক্ষণ চালানো হয়েছে। আইনব্যবস্থার সঙ্গে জড়িত ২৪,৬০০-এর বেশি ব্যক্তিকে সাইবার প্রতারণার বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে কেন্দ্র। সাইবার সচেতনতা ছাড়াও, ফরেন্সিক ও তদন্তের নানা বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন তাঁরা। 6/7 এই কমিটির অংশ হিসেবে দেশের সাত জায়গায় কোঅর্ডিনেশন টিমও তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। মেওয়াত, জামতাড়া, আমেদাবাদ, হায়দরাবাদ, চণ্ডীগড়, বিশাখাপত্তনম ও গুয়াহাটিতে এই টিমগুলি গড়ে তোলা হয়। 7/7 এর পাশাপাশি মহিলা ও শিশুদের বিরুদ্ধে সাইবার ক্রাইম ঠেকাতেও তৎপর হয়েছে কেন্দ্র। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকএর জন্য মোট ১২২ কোটি টাকা ব্যয় করেছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে।