বাংলা নিউজ > বিষয় > Jnu protest
Jnu protest
সেরা খবর
সেরা ভিডিয়ো
জেএনইউতে গিয়ে মঙ্গলবার ঐশী ঘোষ ও তাঁর সতীর্থদের সঙ্গে দেখা করেন দীপিকা পাড়ুকোন। তার পর থেকেই বিতর্কের সূত্রপাত। টুইটারে অনেক দক্ষিণপন্থী মতাদর্শে বিশ্বাসীরা দীপিকার আগামী ছবি ছপাক বয়কটের ডাক দিয়েছেন। কিন্তু সেই বয়কটের ডাকের সঙ্গে নিজেদের জড়ালেন না কেন্দ্রীয় মন্ত্রী ও বরিষ্ঠ বিজেপি নেতা প্রকাশ জাভড়েকর। তিনি বলেন যে গণতান্ত্রিক দেশে যে কোনও শিল্পী যে কোনও জায়গায় গিয়ে নিজের রায় রাখতে পারেন। বিজেপি মুখপাত্র তেজিন্দর বাগ্গা বয়কটের ডাক দিলেও জাভড়েকর সেটিকে আমল দেন নি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে তিনিও দলের অংশ, এবং এরকম কোনও বয়কট করা হবে না।