বাংলা নিউজ > দেখতেই হবে > Video: ছিটকে গিয়েছে বগি, দুমড়ে গিয়েছে কামরা! ড্রোনে ধরা পড়ল ওড়িশা ট্রেন দুর্ঘটনার শিউরে ওঠা দৃশ্য

Video: ছিটকে গিয়েছে বগি, দুমড়ে গিয়েছে কামরা! ড্রোনে ধরা পড়ল ওড়িশা ট্রেন দুর্ঘটনার শিউরে ওঠা দৃশ্য

ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু মিছিল কোথায় গিয়ে থামবে জানা নেই! প্রবল উদ্বেগ, আতঙ্কে দেশ। শুক্রবারের অভিশপ্ত রাতে ওড়িশার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত চিন ট্রেন। হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে। দিনের আলো ফুটতেই দেখা গেল, কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি। ড্রোন ক্যামেরায় তোলা এই দৃশ্যে দেখা গেল দুর্ঘটনাস্থলের ছবি। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রেনের বগি। কোথাও দুমড়ে মুচড়ে গিয়েছে ট্রেনের অংশ। কোথাও ট্রেন লাইনের অংশ সরে গিয়েছে। এই করুণ পরিস্থিতির মধ্যে চলছে উদ্ধার কাজ।