‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিব... more
‘সারনা ধর্ম কোড’ চালু করার দাবিতে রাজ্যজুড়ে আদিবাসীদের রেল অবরোধ। পূর্ব বর্ধমানে জৌগ্রাম, মেদিনীপুরের খেমাশুলি, পুরুলিয়ার কাঁটাডিতে সকাল থেকেই রেল অবরোধ করেন আদিবাসীরা। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়েছে আনন্দবিহার–পুরী, ডাউন শতাব্দী এক্সপ্রেস, কুলিক এক্সপ্রেস। খড়্গপুর ডিভিশনে ইতিমধ্যেই টাটানগর স্টিল এক্সপ্রেস, টাটানগর প্যাসেঞ্জার বাতিল হয়েছে। বাতিল করেছে খড়্গপুর প্যাসেঞ্জার, টিটলাগড় ইস্পাত এক্সপ্রেস–সহ আরও একাধিক ট্রেন।