Updated: 13 Jun 2022, 07:15 PM IST
লেখক Sritama Mitra
আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জ... more
আলিপুর চিড়িয়াখানায় খাঁচা থেকে বেরিয়ে এল শিম্পাঞ্জি। ঘটনা ঘিরে প্রথমে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে ১০ মিনিটের মধ্যেই শিম্পাঞ্জিটিকে আবার ঢুকিয়ে নেওয়া হয়। সকালে তাকে খাবার দিতে ঢুকেছিলেন চিড়িয়াখানার কর্মীরা। তখনই কোনওভাবে খাঁচার গেট খোলা পেয়েই সে বেরিয়ে যায় সে। নিজের খেয়ালে সে ঘুরতে থাকে, জল পান করে বলে জানা যাচ্ছে। বহু কষ্ট করে তাকে বাগে আবার চেষ্টা করা হয়েছে বলে জানাচ্ছেন দর্শকরা।