গ্রামের পোস্ট অফিস, আর তার ভাঙাচোরা কোয়ার্টার নাক... more
গ্রামের পোস্ট অফিস, আর তার ভাঙাচোরা কোয়ার্টার নাকি 'ভুতুড়ে' এমনটাই মনে করেন গ্রামবাসীরা। তাই সকালবেলা পোস্ট অফিসের মধ্যে আওয়াজ শুনে সকলেই ভয় পেয়ে গিয়েছিলেন। সাহস করে দরজায় ঢিল মারতেই সেখান থেকে বেরিয়ে এলেন নতুন পোস্ট মাস্টার দামোদর দাস। সদ্য মুক্তি পাওয়া 'ডাকঘর'-এর ট্রেলারে পোস্টমাস্টার দামোদর দাসের বেশেই দেখা দিয়েছেন অভিনেতা সুহোত্র মুখোপাধ্যায়। সম্প্রতি ওয়েব সিরিজে নিজের চরিত্র, থেকে তাঁর জীবনে চিঠির গুরুত্ব, সমস্ত কিছু নিয়েই হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে কথা বললেন সুহোত্র।