Updated: 11 Feb 2022, 08:50 PM IST
লেখক Sritama Mitra
লতা মঙ্গেশকরের প্রয়াণ যেন তাঁর কাছে মাতৃ বিয়োগের মতো। দেশের নাইটিঙ্গলেরে অন্যতম ভক্ত হাওড়ার জগৎবল্লভপুরের অমর বিলুই। লতা মঙ্গেশকরের প্রয়াণে তিনি পালন করছেন অশৌচ থেকে ঘাটকাজ পর্ব। স্থানীয় এক টেলারিং শপের মালিক অমরবাবু শাস্ত্রমতে পালন করছেন এই পরলৌকিক ক্রিয়া। ঠিক মাতৃবিয়োগের পর সন্তান যে নিষ্ঠার সঙ্গে ক্রিয়াকর্ম পালন করেন, এখানেও সেই ছবিই দেখা গেল। মুম্বই থেকে হাওড়ার দূরত্ব অনেকটা। তবে একনিষ্ঠ ভক্ত এমন দূরত্বের তোয়াক্কা করেন না। আর লতা মঙ্গেশকরের তেমনই এক ভক্ত হাওড়ার এই ব্যক্তি।