বাংলা নিউজ >
দেখতেই হবে >
Modi and Nitish Laughing Video: 'এবার আর এদিক ওদিক হবে না, আশ্বস্ত করছি..' নীতীশের কথায় হেসে ফেললেন মোদী
Updated: 02 Mar 2024, 09:30 PM IST
Sritama Mitra
বিহারে এদিন এক মেগা জনসভায় নীতীশ কুমারের সঙ্গে একই মঞ্চে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। সদ্য বিরোধীপক্ষের জোট ছেড়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। নীতীশের সেই যোগদানের পর শনিবারের সভায় নীতীশ কুমার ও নরেন্দ্র মোদীকে দুই নেতাকে এক মঞ্চে দেখা গেল। সেখানেই মোদীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে নীতীশ বলেন, ' আপনি (মোদী) আগেও এসেছিলেন বিহারে, তখন আমি কিছুদিনের জন্য গায়েব হয়ে গিয়েছিলাম। কিন্তু এবার আর এদিক ওদিক হবে না। এখন আমি আবার আপনাদের সঙ্গে। আর আমি কথা দিচ্ছি, চিরকাল আপনাদের সঙ্গেই থাকব।'