কংগ্রেস ক্ষমতায় থাকলে ১৫ মিনিটে চিনকে তাড়িয়ে দিত বলে দাবি করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে এবার শুরু হল বিদ্রুপ, উপহাস। মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন যে তিনি জানতে চান রাহুল গান্ধী এত ভালো নেশা পায় কোথা থেকে।
পঞ্জাবে রাহুল গান্ধী বলেন যে প্রধানমন্ত্রীর ইমেজ রক্ষার চক্করে বিশাল সংখ্যক জমি দখল করে রেখেছে চিন ও তারা ক্ষমতায় থাকলে দ্রুত সরিয়ে দিতেন লাল ফৌজকে। প্রতিক্রিয়া মিশ্র বলেন যে,'দশ দিনে ঋণ মুকুব করে দিতে চান। ১৫ মিনিটে চিনকে সরিয়ে দেবেন। রাহুলের শিক্ষককে নতমস্তকে প্রণাম জানাই। এত ভালো নেশা কোথা থেকে পায় রাহুল, সেটাই বুঝতে পারি না'।