বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > শোপিয়ানে নিরাপত্তা রক্ষীদের হাতে খতম চার জঙ্গি

শোপিয়ানে নিরাপত্তা রক্ষীদের হাতে খতম চার জঙ্গি

জম্মু-কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত চার জঙ্গি। এদিন নিরাপত্তারক্ষীরা যৌথ অপারেশন চালান শোপিয়ানের জানপুরা গ্রামে। 

জঙ্গিরা সেখানে লুকিয়ে আছেন, এটার খবর পেয়েই সেখানে হানা দেয় বাহিনী। মৃত জঙ্গিদের কাছে থেকে অনেক অস্ত্র ও গোলা বারুদ পাওয়া গিয়েছে। তবে এখনও জানা যায়নি কোন সন্ত্রাস দলের সদস্য ছিল এই চার জঙ্গি।