বাংলা নিউজ > দেখতেই হবে > ঘরে বাইরে > Video: তখত-হীন ইমরান গ্রেফতার! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাকড়াও করল পাক রেঞ্জার্স

Video: তখত-হীন ইমরান গ্রেফতার! পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে পাকড়াও করল পাক রেঞ্জার্স

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেফতার। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায় পাক রেঞ্জার্সরা। অভিযোগ, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে অসম্মানমূলক ব্যবহার করে রেঞ্জার্সরা। সূত্রের দাবি, ইমরানকে কাদির ট্রাস্ট কেসে গ্রেফতার করা হয়েছে। তাঁকে যেভাবে পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্স গ্রেফতারির পর নিয়ে যায়, তার ছবি ইতিমধ্যেই ভাইরাল। উল্লেখ্য, এই ঘটনার খানিক আগেই একটি ভিডিয়ো শেয়ার করেন ইমরান। সেখানে প্রাক্তন পাক ক্রিকেট তারকা তথা প্রধানমন্ত্রী একাধিক অভিযোগ তোলেন। তাঁকে খুনের চেষ্টা নিয়েও করেন বিস্ফোরক দাবি। এরপরই এই গ্রেফতারির ঘটনা সামনে আসে।