বাংলা নিউজ > দেখতেই হবে > Video: 'একটা ঝাঁকুনি... এলোমেলো,কাউকে খুঁজে পাচ্ছিনা...' অভিশপ্ত করমণ্ডল EXPএর ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

Video: 'একটা ঝাঁকুনি... এলোমেলো,কাউকে খুঁজে পাচ্ছিনা...' অভিশপ্ত করমণ্ডল EXPএর ঘটনা জানালেন প্রত্যক্ষদর্শী

ওড়িশার বালাসোরে আটকে পড়া যাত্রীদের নিয়ে হাওড়ায় আজ ঢুকেছে বিশেষ ট্রেন। এদিকে, বালাসোরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা ঘিরে একের পর এক ভয়াবহ ছবি আসছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এল অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার নানা ছবি। পূর্ব মেদিনীপুরের মালুবাসান গ্রামের এই বাসিন্দারা ছেলের চিকিৎসার জন্য যাচ্ছিলেন চেন্নাই। ঠিক কী ঘটেছিল শুক্রবার রাতে? বলছেন প্রত্যক্ষদর্শী সেই ট্রেনের যাত্রী। ঘরে ফিরে এসে এখনও সেই অভিশপ্ত স্মৃতি ভুলতে পারছেন না এই পরিবারের সদস্যরা। এদিকে, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রী। সব মিলিয়ে চরম তৎপরতায় চলছে উদ্ধার কাজ।