বাংলা নিউজ >
দেখতেই হবে >
Rahul in Wayanad Video: 'যেভাবে ছোট্ট বোন প্রিয়াঙ্কাকে দেখি, আপনাদেরও সেভাবে...', ওয়েনাড়ের জনতাকে কোন বার্তা রাহুলের?
Updated: 03 Apr 2024, 10:11 PM IST
Sritama Mitra
কেরলের ওয়েনাড়ে আজ মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী। কংগ্রেসের তরফে এবারেও রাহুল ওয়েনাড় কেন্দ্র থেকে লড়ছেন। কেরলের এই কেন্দ্রে প্রার্থীপদের মনোনয়ন জমা দেন এই কংগ্রেস নেতা। তাঁর সঙ্গে এদিন ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। প্রিয়াঙ্কার সঙ্গে তুলনা টেনে ওয়েনাড়ের জনতার প্রতি রাহুল বলেন, 'আপনাদের আমি ভোটদাতা হিসাবে দেখিনা। ছোট্ট বোন প্রিয়াঙ্কাকে যেমন দেখি, আপনাদেরও সেভাবেই দেখি।'