অবশেষে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে জিততে না পারার শাপমুক্তি ঘটেছে পাকিস্তানের। এমনিতেই ভারতকে হারানো পাক ক্রিকেট দলের কাছে বাড়তি কৃতিত্ব হিসেবেই বিবেচিত হয়। তার উপর বিশ্বকাপের মঞ্চে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে দাপুটে জয় আলাদা তৃপ্তি দিচ্ছে পাকিস্তান দলকে। পাক অধিনায়ক বাবর আজমের ভয় এখানেই। কোহলিদের হারিয়ে ওঠার পরে তাই সাজঘরে পাক দলনায়ক সতর্ক করলেন সতীর্থদের। স্পষ্ট জানালেন, ভারতকে হারানোই শুধু তাঁদের লক্ষ্য নয়। বরং আসল লক্ষ্য বিশ্বকাপ জেতা, সেটা যেন কেউ ভুলে না যান। সেকারণেই বাবরের বার্তা, ‘ভারতের বিরুদ্ধে জয় উপভোগ করো। তবে উচ্ছ্বাসে ভেসে যেও না।’