Auspicious Yog 2023 Astrology: এবার মকর সংক্রান্তিতে অভূতপূর্ব যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেদিন মকর রাশিতে তিনটি গ্রহ আসবেন। তার ফলে সেই যোগ তৈরি হবে। ওই যোগের ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে উপকৃত হবেন। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/4মকর সংক্রান্তিতে মকর রাশিতে ত্রিগ্রহী যোগ তৈরি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মকর রাশিতে সূর্য, শনি এবং শুক্রের যুতির ফলে ত্রিগ্রহী যোগ তৈরি হবে। সেই ত্রিগ্রহী যোগের ফলে কয়েকটি রাশির জাতকদের বিশেষ লাভ হতে চলেছে।
2/4মেষ রাশি- ত্রিগ্রহী যোগের ফলে মেষ রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে ত্রিগ্রহী যোগ তৈরি হবে, তা চাকরি এবং ব্যবসার নিরিখে শুভ বলে বিবেচিত হয়। যাঁরা চাকরি করেন, তাঁদের উন্নতি হবে। কর্মক্ষেত্রে মিলবে প্রশংসা। যে মেষ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁরা লাভবান হবেন। মুনাফা অর্জনের সুযোগ বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4মিথুন রাশি- মকর রাশিতে ত্রিগ্রহী যোগের ফলে মিথুন রাশির জাতকদের ভাগ্য পালটে যাবে। যে মিথুন রাশির জাতকরা পড়াশোনা করছেন, তাঁরা এই সময় ভালো সময় কাটাবেন। জীবনে বড় কোনও সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা। উন্নতির পথ প্রশস্ত হবে।
4/4মকর রাশি- ত্রিগ্রহী যোগের ফলে মকর রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। পরিশ্রমের ফল পাবেন। কর্মক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। যে মকর রাশির জাতকরা অবিবাহিত আছেন, তাঁদের জীবনে নয়া সূচনা হতে পারে। যাঁরা বিবাহিত, তাঁদের সময় অনুকূল কাটবে। অংশীদারিত্বের কাজে সাফল্য মিলবে।