বাংলা নিউজ > ভাগ্যলিপি > Dainik Rashifal 15 March Leo-Virgo-Libra-Scorpio: বুধবার সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে? দেখে নিন দৈনিক রাশিফল

Dainik Rashifal 15 March Leo-Virgo-Libra-Scorpio: বুধবার সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে? দেখে নিন দৈনিক রাশিফল

ধনু-মকর-কুম্ভ-মীনের আজকের দিনটি কেমন কাটবে? জেনে নিন রাশিফল

Daily Horoscope Today for Leo-Virgo-Libra-Scorpio: বুধবার সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে কারও কারও সময় ভালো কাটবে, কারও কারও সময় ততটাও ভালো কাটবে না।

কোন রাশির জাতকদের কোন দিন কেমন কাটবে, তা নির্ভর করে জ্যোতিষশাস্ত্রের উপর। সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির জাতকদের মধ্যে কারও কারও সময় ভালো কাটবে, কারও কারও সময় ততটাও ভালো কাটবে না।

সিংহ রাশি- ফাল্গুন মাসের শেষদিনে সম্পদ বৃদ্ধি বাড়বে। স্বাস্থ্যের উন্নতি হতে চলেছে সিংহ রাশির জাতকদের। ব্যবসায় লাভবান হবেন। প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে। বজরংবলীর কৃপায় বুধবার মোটের উপর ভালো কাটবে সিংহ রাশির জাতকদের। তবে ঝগড়া-ঝামেলা এড়িয়ে চলতে হবে। কোনও বিষয় নিয়ে সিংহ রাশির জাতকদের পরিবারে অশান্তি হতে পারে। মনে অশান্তি থাকবে। আত্মবিশ্বাস কম থাকবে সিংহ রাশির জাতকদের। রেগে যেতে পারেন। ব্যবসার বহর বাড়তে পারে। কোনও বন্ধুর সহযোগিতা লাভ করবেন। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।

কন্যা রাশি- বিনিয়োগ করলে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। ইতিবাচক ফল মিলবে। পারিবারিক জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চাকরিতে উন্নতির পথ প্রশস্ত হবে। কেরিয়ারে উন্নতি হবে কন্যা রাশির জাতকদের। তবে আর্থিক দিক থেকে কিছুটা সতর্ক থাকতে হবে। কিছুটা খরচ বাড়তে পারে। তবে বিনিয়োগ করলে লাভবান হবেন কন্যা রাশির জাতকরা। বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। শিক্ষা সংক্রান্ত কাজে শুভ ফল মিলবে। বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মিথুন রাশির জাতকদের। ভালো খাবারের প্রতি আগ্রহ বাড়বে। ভাইয়ের থেকে অর্থ পেতে পারেন।

আরও পড়ুন: Daily Horoscope Today for Aries-Taurus-Gemini-Cancer: ফাল্গুন মাসের শেষদিনে বুধবার বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে?

তুলা রাশি- বুধবার তুলা রাশির জাতকদের কথাবার্তায় মাধুর্য বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। ব্যবসার কারণে বাড়তি দৌড়ঝাঁপ করতে হবে তুলা রাশির জাতকদের। স্বাস্থ্যের দিকে বাড়তি নজর দিতে হবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হতে চলেছে। বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন: Ajker Rashifal 15 March Sagittarius-Capricorn-Aquarius-Pisces: ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? পড়ে নিন রাশিফল

বৃশ্চিক রাশি- আত্মবিশ্বাস কম থাকবে। বেশি রেগে যাবেন না। বৃশ্চিক রাশির জাতকদের সংযত থাকতে হবে। আর্থিক দিক থেকে সতর্ক থাকতে হবে বৃশ্চিক রাশির জাতকদের। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধবার বৃশ্চিক রাশির জাতকদের খরচ বৃদ্ধি পাবে। মায়ের সহযোগিতা লাভ করবেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যে গুরুত্বপূর্ণ জিনিসের পিছনে ছুটছেন, তা পেয়ে যাবেন। ব্যবসায় মুনাফা লাভ করবেন। ব্যবসায় নয়া কোনও চুক্তি হতে পারে। যা সাফল্যের পথ প্রশস্ত হবে বৃশ্চিক রাশির জাতকদের।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন