
শনি অস্ত হওয়ার ফলে ৩ রাশির জাতকদের ভাগ্যোদয় হল, মুক্তি পাবেন আর্থিক সমস্যা থেকে
১ মিনিটে পড়ুন . Updated: 22 Jan 2022, 06:04 PM IST- শনির কারণে যে শুধু অশুভ প্রভাব পড়ে, তেমনটা মোটেও নয়।
জ্যোতিষশাস্ত্রে শনির বিশেষ গুরুত্ব আছে। শনির অশুভ প্রভাবে যে কেউ ভীত থাকেন। কিন্তু শনির কারণে যে শুধু অশুভ প্রভাব পড়ে, তেমনটা মোটেও নয়। শনির কারণে বিভিন্ন রাশির জাতকদের সময় ভালোও কাটে।
শনিবার অস্ত গিয়েছেন শনি। আগামী ২৪ ফেব্রুয়ারি উদয় হবেন। শনি অস্ত হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। একনজরে দেখে নিন, কোন কোন রাশির জাতকদের সময় ভালো কাটবে -
মেষ রাশি
১) হাতে টাকা আসবে। তার ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
২) কাজে সাফল্য মিলবে।
৩) জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাবেন।
৪) বন্ধুদের সঙ্গে সময় কাটাবেন।
৫) শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময় ভালো কাটবে।
কর্কট রাশি
১) আর্থিক অবস্থা মজবুত হবে।
২) নয়া কাজ শুরু করলে লাভবান হবেন।
৩) কাজে সাফল্য পাবেন।
৪) মান-সম্মান বাড়বে।
৫) দাম্পত্য জীবন সুখকর হবে।
৬) ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
৭) গাড়ি কিনতে পারেন।
কন্যা রাশি
১) চাকরি এবং ব্যবসায় লাভবান হবেন। লাভের যোগ তৈরি হচ্ছে।
২) আর্থিক অববস্থা মজবুত হবে।
৩) দাম্পত্য জীবন সুখকর হবে।
৪) আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ পাবেন।
৫) মান-সম্মান বাড়বে।