Hans Rajyog 2023 Horoscope: আগামী বছরে মেষ রাশিতে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হবে। বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশের ফলে সেই যোগ তৈরি হবে। হংস রাজযোগের ফলে চারটি রাশির জাতকদের জীবনে ধনপ্রাপ্তির যোগ আছে। কারা কারা লাভবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী বছর বৃহস্পতির রাশি পরিবর্তন হতে চলেছে। মেষ রাশিতে গোচর হবে বৃহস্পতির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই গোচরের ফলে হংস মহাপুরুষ রাজযোগ তৈরি হয়। তার ফলে কয়েকটি রাশির জাতকদের সময় ভালো কাটবে।
2/5মেষ রাশি- হংস রাজযোগের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মেষ রাশির যে স্থানে হংস রাজযোগ তৈরি হবে, তাতে আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয়। যে মেষ রাশির জাতকরা ব্যবসা করেন, তাঁদের জন্য এটা ভালো সময়। জীবনসঙ্গীর পুরো সহযোগিতা লাভ করবেন। যাঁরা অংশীদারিত্বের কাজ করেন, তাঁদের অর্থলাভের পথ প্রশস্ত হবে।
3/5সিংহ রাশি- হংস মহাপুরুষ রাজযোগের ফলে সিংহ রাশির জাতকদের আর্থিক অবস্থা ভালো হবে। ভাগ্যের পরিবর্তন হবে সিংহ রাশির জাতকদের। ভাগ্যের সহায়তা পাবেন। বিদেশ যাত্রার যোগ তৈরি হবে সিংহ রাশির জাতকদের। সমাজে মান-সম্মান বাড়বে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5তুলা রাশি- হংস মহাপুরুষ রাজযোগের ফলে তুলা রাশির জাতকদের অনুকূল সময় কাটবে। বৃহস্পতির গোচরের ফলে আপনি যদি কোনও নয়া কাজে হাত দেন, তাহলে সাফল্য পাবেন তুলা রাশির জাতকরা। বিবাহিত জীবনের সম্পর্ক মজবুত হবে।
5/5মীন রাশি- মীন রাশির জাতকদের আকস্মিক ধনলাভের যোগ তৈরি হবে। আপনি যদি চাকরিতে পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে তাতে সাফল্য মিলতে পারে। আটকে থাকা অর্থ ফেরতে পাবেন। অতীতে কোনও জায়গায় বিনিয়োগ করলে তা থেকে লাভবান হবেন।