Maha Shivratri 2023 Luck Astrology: প্রায় এসেই গেল মহাশিবরাত্রি। জ্যোতিষশাস্ত্রে ওই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এবার আবার মহাশিবরাত্রিতে গ্রহদের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। যা কয়েকটি রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হবে। কোন কোন রাশির জাতকরা ভাগ্যবান হবেন, তা দেখে নিন -
1/5আগামী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) মহাশিবরাত্রি পড়েছে। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব আছে। ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এবার মহাশিবরাত্রিতে গ্রহদের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। তার ফলে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5মিথুন রাশি- মহাশিবরাত্রিতে মিথুন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। ধনলাভ হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে। বিবাহিত জীবন সুখকর কাটবে। কাজে সাফল্য লাভ করবেন। বিবাহিত জীবন সুখকর হবে। আধ্যাত্মিক বা ধর্মী. কাজে যোগ দিতে পারেন।
3/5কর্কট রাশি- মহাশিবরাত্রিতে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন কর্কট রাশির জাতকরা। কাজে সাফল্য লাভ করবেন। দাম্পত্য জীবন সুখকর হবে। মহাশিবরাত্রির দিনটা আপনার জন্য দুর্দান্ত কাটতে চলেছে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সহযোগিতা লাভ করবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
4/5ধনু রাশি- ধনু রাশির জাতকদের জন্য মহাশিবরাত্রি অত্যন্ত লাভজনক হতে চলেছে। অর্থলাভ হবে। চাকরি ও ব্যবসার জন্য সময় অনুকূল থাকবে। বিশেষত কর্মক্ষেত্রে আপনি যে কাজ করবেন, তাতে প্রশংসা মিলবে। বিবাহিত জীবন সুখকর হবে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করতে পারেন।
5/5কুম্ভ রাশি- মহাশিবরাত্রিতে কুম্ভ রাশির জাতকদের অর্থলাভ হবে। তার ফলে তাঁদের আর্থিক অবস্থা ভালো হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা দুর্দান্ত কাটবে। মহাশিবরাত্রির দিন সমাজে মান-সম্মান বাড়বে কুম্ভ রাশির জাতকদের।