দুদিন আগেই একই দিনে মার্গী হয়েছে বুধ ও বৃহস্পতি। বৃহস্পতিকে বৈভব, জ্ঞান, বিবেকের কারক মনে করা হয়। আবার বুধকে বুদ্ধি ও বাণীর কারক মনে করা হয়। ২০ নভেম্বর পর্যন্ত বৃহস্পতি ও ২ নভেম্বর পর্যন্ত বুধের এই পরিস্থিতি থাকবে। বুধ ও বৃহস্পতি মার্গী হওয়ায় কিছু কিছু রাশির সমস্যা বৃদ্ধি পাবে। কোন কোন রাশি এই তালিকায় রয়েছে জেনে নিন—
মেষ- কোষ্ঠির তৃতীয় ও ষষ্ঠ স্থানের অধিপতি মেষ। ষষ্ঠ স্থানকে আয়, ঋণ ও শত্রুর কক্ষ মনে করা হয়। আবার নবম ও একাদশ স্থানের অধিপতি বৃহস্পতি। এ সময় মেষ জাতকদের মনে একাধিক কাজ শুরুর চিন্তা প্রবল হবে।। কর্মক্ষেত্রে ধীর গতিতে উন্নতি হতে পারে।
কর্কট- এই রাশির কোষ্ঠির তৃতীয় ও দ্বাদশ স্থানের অধিপতি বুধ। ষষ্ঠ ও নবম স্থানের অধিপতি বৃহস্পতি। এ সময় সহকর্মীদের সঙ্গে বাদ-বিবাদ হতে পারে। এমনকি মানসিক শান্তি ভঙ্গ হবে।
কুম্ভ- এই রাশির জাতকদের কোষ্ঠির পঞ্চম ও অষ্টম স্থানের অধিপতি কুম্ভ। বৃহস্পতি কোষ্ঠির দ্বিতীয় ও একাদশ স্থানের অধীশ্বর। গোচর কালে এই রাশির জাতকরা নিজের পরিশ্রমের পূর্ণ ফল লাভ করবেন না। মানসিক অবসাদের সম্মুখীন হতে পারেন। আবার অযথা অর্থ ব্যয় হতে পারে।