Basant panchami: বসন্ত পঞ্চমীর দিন সরস্বতীর কৃপা পেতে মা কে তুষ্ট করতে কী ভোগ নিবেদন করবেন জেনে নিন এখান থেকে।
1/7মা বসন্ত পঞ্চমী ২০২৩ সালের ২৬ জানুয়ারি। এই দিনে, মা সরস্বতীকে খুশি করতে, তাকে ছয় রকম প্রিয় ভোগ নিবেদন করুন। এটা বিশ্বাস করা হয় যে এতে মনের সব ইচ্ছা পূরণ হয়। আসুন জেনে নিই সেই ছয় রকম ভোগ কী কী। (ফাইল ছবি)
2/7বেসন এর লাড্ডু- এ বছর বৃহস্পতিবার বসন্ত পঞ্চমীর উৎসব, এমন পরিস্থিতিতে পুজোয় বেসনের লাড্ডু নিবেদন করলে দেবগুরু বৃহস্পতি ও শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে মা সরস্বতীর সঙ্গে। দাম্পত্য জীবনে বাধা ও বাক ত্রুটি অর্থাত্ কথা বলার সমস্যা দূর হবে।
3/7হলুদ মিষ্টি ভাত - দেবী সরস্বতী বসন্ত পঞ্চমীতে হলুদ মিষ্টি ভাত খেতে পছন্দ করেন। বিশ্বাস করা হয় যে এতে দেবীর কৃপায় ঘরে ইতিবাচকতা ছড়িয়ে পড়বে।
4/7হালুয়া - সরস্বতী পুজোয় হালুয়া ঐতিহ্যবাহী ভোগ হিসেবে দেওয়া হয়। কথিত আছে এর দ্বারা জীবনের সকল কষ্ট দূর হয়ে যায়, পরিবারের সকল সদস্যের মধ্যে আসে মাধুর্য।
5/7বোঁদে - বসন্ত পঞ্চমীতে অবশ্যই বোঁদের ভোগ দেওয়া হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে এর দ্বারা দেবী সরস্বতী জাতককে আশীর্বাদ করেন এবং তার বুদ্ধির বিকাশ ঘটান।
6/7রাজভোগ - মা সরস্বতীর পুজোয় হলুদ মিষ্টি নিবেদন করে মা খুব খুশি হন। বসন্ত পঞ্চমীতে রাজভোগের প্রসাদ নিবেদন করুন। এতে সৌভাগ্য বাড়বে।
7/7মালপোয়া - বসন্ত পঞ্চমীতে মা সরস্বতীকে মালপোয়া নিবেদন করুন যাতে সন্তানদের কর্মজীবনে কোনো বাধা না থাকে। এটি শিশুর মানসিক বিকাশে সহায়তা করে।