
শ্রাবণে শিবের রুদ্রাভিষেকে মেলে বিশেষ ফল, জানুন এর খুঁটিনাটি
১ মিনিটে পড়ুন . Updated: 26 Jul 2020, 09:00 AM IST- শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। এ ছাড়া, কষ্ট ও গ্রহপীড়া দূর করার জন্যও রুদ্রাভিষেক কার্যকরী।
শিবের আশীর্বাদ লাভের জন্য শুক্ল যজুর্বেদের রুদ্রাষ্টাধ্যায়ী মন্ত্রোচ্চারণের সঙ্গে শিবলিঙ্গে বিশেষ বস্তু অর্পণ করা হয়, এটিই শিবের রুদ্রাভিষেক। শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করলে শুভ ফল পাওয়া যায়। এ ছাড়া, কষ্ট ও গ্রহপীড়া দূর করার জন্যও রুদ্রাভিষেক কার্যকরী।
মনে রাখবেন, মন্দিরে গিয়ে রুদ্রাভিষেক করা শ্রেষ্ঠ। তবে বাড়িতে পার্থিব শিবলিঙ্গেও অভিষেক করা যেতে পারে। বাড়ির তুলনায় মন্দিরে, আবার মন্দিরের তুলনায় নদী তীর ও নদী তীরের তুলনায় পর্বতে রুদ্রাভিষেক অত্যন্ত ফলদায়ী।
কোন বস্তু দিয়ে অভিষেকের কী ফল:
কখন রুদ্রাভিষেক করানো উত্তম ফলদায়ী:
রুদ্রাভিষেকের জন্য শিবের উপস্থিতি বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবের নিবাস না-দেখে রুদ্রাভিষেক করা অনুচিত। এতে হীতে বিপরীত হতে পারে। মনস্কামনা পূরণের জন্য রুদ্রাভিষেক করিয়ে থাকলে, শিবের বাসস্থান বিচার আবশ্যক।
কোথায় শিবের নিবাস মঙ্গলকারী:
এই সমস্ত তিথিতে মহাদেবের নিবাস মঙ্গলকারী, তাই এ সময় রুদ্রাভিষেক করা যেতে পারে।
কখন মহাদেবের নিবাস অনিষ্টকারী:
এই তিথিতে সকাম অভিষেক করা উচিত নয়। তবে শিবরাত্রি, প্রদোষ ও শ্রাবণ মাসের সোমবার সিদ্ধ পীঠ অথবা জ্যোতির্লিঙ্গের ক্ষেত্রে শিবের বাসস্থান বিচার করা জরুরি হয় না। এই স্থান ও সময় সর্বদা মঙ্গলকারী।