Shani Rashi Parivartan 2023: সপ্তাহদুয়েক পরেই শনির রাশি পরিবর্তন হতে চলেছে। যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6আগামী ১৭ জানুয়ারি কুম্ভ রাশিতে ফিরে আসতে চলেছেন শনি। তার ফলে শশা মহাপুরুষ রাজযোগ তৈরি হতে চলেছে। যা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। তার ফলে পাঁচটি রাশির জাতকরা লাভবান হবেন।
2/6মেষ রাশি- কুম্ভ রাশিতে শনির প্রবেশের ফলে যে মহাযোগ তৈরি হতে চলেছে, তার ফলে মেষ রাশির জাতকদের ভাগ্যোদয় হবে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে। আয় বাড়বে। সার্বিকভাবে জীবনের সব ক্ষেত্রে উন্নতি হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6বৃষ রাশি- বৃষ রাশির দশম স্থানে শনির গোচর হবে। যে স্থানে শনির গোচরের ফলে বৃষ রাশির জাতকদের জীবনে উন্নতি হতে চলেছে। চাকরিতে উন্নতি হবে বৃষ রাশি জাতকদের। দীর্ঘদিন ধরে আটকে কাজ পূর্ণ হবে। সার্বিকভাবে শনির গোচরের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন।
4/6কন্যা রাশি- কন্যা রাশির ষষ্ঠ স্থানে শনির গোচর হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই পরিস্থিতিতে কন্যা রাশির জাতকদের অনুকূল সময় কাটবে। চাকরিতে নয়া সুযোগ মিলবে। শত্রুদের পরাজিত করবেন। পুরনো শারীরিক সমস্যা কেটে যাবে। আটকে থাকা কাজে গতি আসবে।
5/6মকর রাশি- মকর রাশির দ্বিতীয় স্থানে শনির গোচর হবে। তার ফলে মকর রাশির জাতকদের আয় বাড়বে। হাতে টাকা আসবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, পারিবারিক জীবন সুখকর হবে। ভাগ্যের পুরো সহায়তা মিলবে।
6/6কুম্ভ রাশি- কুম্ভ রাশিতেই শনির গোচর হবে। তার ফলে কুম্ভ রাশির জাতকরা লাভবান হবেন। ভাগ্যোদয় হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের। পরিবারের সহযোগিতা মিলবে। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভবান হবেন।