আগামী ৪ ডিসেম্বর (শনিবার) হতে চলেছে চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। তা অবশ্য ভারত থেকে পরিলক্ষিত হবে না। সেই কারণে থাকছে না সূতক কাল।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় বৃশ্চিক রাশিতে থাকবেন কেতু, বুধ, সূর্য এবং চন্দ্র। ধনু রাশিতে থাকবেন শুক্র। তুলা রাশিতে অবস্থান করবেন মঙ্গল। কুম্ভ রাশিতে বৃহস্পতি থাকবেন। বৃষ রাশিতে থাকবেন রাহু। সেইসঙ্গে সূর্য, চন্দ্র এবং বুধের উপর রাহুর দৃষ্টি থাকবে। মঙ্গল এবং রাহুর দৃষ্টি থাকবে শনির উপর। তার ফলে অশুভ তৈরি হবে।
মেষ: কথাবার্তায় কঠোরতা থাকবে। পেট এবং প্রস্রাব সংক্রান্ত সমস্যা হতে পারে। রাগ বাড়বে। পারিবারিক চিন্তা নিয়ে বিব্রত থাকবেন। খরচ বাড়বে।
বৃষ: মানসিক চিন্তা বাড়বে। দাম্পত্য জীবনে থাকনে অশান্তি। উপার্জন বাড়বে। মনোবল কম থাকবে।
মিথুন: সাহস বাড়বে। শত্রুদের পরাজিত করবেন। চোখের সমস্যা হবে। দাম্পত্য জীবন সুখী হবে। প্রেমের সম্পর্ক ভালো হবে।
কর্কট: লাভ হবে। শত্রুর সংখ্যা বাড়বে। বাবা এবং ছেলে কষ্ট পাবেন। অংশীদারিত্বের ব্যবসায় লাভ হবে।
সিংহ: দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হতে পারেন। কোমর বা কাঁধে ব্যথা হতে পারে। গাড়ির কারণে খরচ হবে। মায়ের কষ্ট হতে পারে।
কন্যা: সাহস বাড়বে। বাড়ি বা গাড়ি কিনতে পারেন। মনোবল কম থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন।
তুলা: বেশি টাকা খরচ হবে। কথাবার্তায় তীব্রতা থাকবে। রাগ বাড়বে। পেট এবং পায়ের সমস্যা হবে। বাড়ি বা গাড়ি কিনতে পারেন।
বৃশ্চিক: দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে মানসিক অশান্তি হতে পারে। অর্থ বাড়বে।স্বাস্থ্যের উন্নতি হবে। সম্মান বাড়বে।
ধনু: ভাগ্য ভালো থাকবে। বাবার সহযোগিতা পাবেন। ধর্মীয় যাত্রায় যেতে পারেন। চোখের সমস্যা হতে পারে। খরচ বাড়বে।
মকর: আয় বাড়বে। স্বভাবতই বাড়বে অর্থের পরিমাণ। সন্তানকে নিয়ে চিন্তিত থাকবেন। পেটের অভ্যন্তরীণ কোনও সমস্যা হতে পারে। বা অ্যালার্জিতে ভুগতে পারেন।
কুম্ভ: বুকে সমস্যা হতে পারে। লাভ হবে। তবে ব্যয় বাড়বে। মানসিক চিন্তা বৃদ্ধি পাব। দাম্পত্য জীবনে সুখ বাড়বে।
মীন: সাহস বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বাধা পেতে পারেন। মনোবল দুর্বল থাকবে। যাত্রায় খরচ হতে পারে। জীবনসঙ্গীর কষ্ট পাওয়ার সম্পর্ক আছে।