Vastu Tips for happy Life: বাস্তুমতে ঘরের বিভিন্ন ... more
Vastu Tips for happy Life: বাস্তুমতে ঘরের বিভিন্ন দিকে বিভিন্ন বস্তু রাখার নিয়ম রয়েছে। এতে বাড়ির মঙ্গল হয়। তবে ঘরের মধ্যে বেশ কিছু জিনিস থাকলে অমঙ্গলের আশঙ্কাও প্রবল। তাই কোন কোন জিনিস ঘরের কোথায় রাখা অমঙ্গল সে কথাও জানা জরুরি।
1/7দেবতাদের ছবি: ঘরের মধ্যে দেবতাদের ছেঁড়া ছবি রাখা মোটেই ঠিক নয়। এটি তীব্র অমঙ্গলের সূচক। দেবতাদের ছেঁড়া ছবি ঘরে রাখলে আর্থিক ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। এমন জিনিস থাকলে জলে বিসর্জন দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/7ছেঁড়া কাপড়: বাস্তুশাস্ত্র আনুযায়ী, ছেঁড়া কাপড় পরিবার ও বাড়ির শান্তি নষ্ট করে। ছেঁড়া কাপড় বাড়িতে বেশি দিন থাকলে অপশক্তির প্রভাব বেড়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/7ভাঙা পণ্য: কোনও ভেঙে যাওয়া বা দরকারি নয়, এমন জিনিস বাড়িতে রাখবেন না। এই ধরনের জিনিস দীর্ঘ সময় ঘরে থাকলে বাস্তু দোষ বাড়ে। নেতিবাচক শক্তির প্রভাবও বেড়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/7ছাদ পরিষ্কার করা: বাড়ির ছাদ কখনওই অপরিষ্কার রাখা উচিত নয়। এর থেকে সংসারে অমঙ্গলের আশঙ্কা বাড়ে। কারণ এটি বড়সড় বাস্তুদোষ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/7কিছু বিশেষ ছবি: বাস্তুমতে, বাড়িতে কিছু বিশেষ ধরনের ছবি রাখা উচিত নয়। তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা বা জাহাজ, ফোয়ারা, বন্য প্রাণী ও কাঁটাযুক্ত গাছপালার ছবি রাখ উচিত নয়। এতে বাস্তুমতে, ঘরে নেতিবাচক শক্তি বাড়ে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/7ভাঙা আসবাব: ঘরের কোনও আসবাব যেমন ওয়াডরোব খারাপ হয়ে গেলে বা ভেঙে গেলে তা দ্রুত সারিয়ে নিন। নয়তো পরিবারে নেতিবাচক প্রভাব বেড়ে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
7/7মাকড়সার জাল: ঘরের কোনও কোনায় মাকড়সার জাল থাকলে তা পরিষ্কার করে ফেলুন। বাস্তুশাস্ত্র অনুসারে, মাকড়সার জাল পরিবারে নেতিবাচক প্রভাব বাড়ায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)