Weekly Horoscope: ১২ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে এই রাশিরগুলির জীবনে আলোড়ন দেখা দেবে। জেনে নিন বিশেষজ্ঞ মনোজিৎ দে সরকারের থেকে, সমস্ত রাশির উপর গ্রহের শুভ ও অশুভ প্রভাব সম্পর্কে।
1/13গ্রহের গতিবিধির কারণে কিছু রাশি শুভ ফল পায় এবং কিছু রাশি অশুভ ফল পায়। সাপ্তাহিক রাশিফল গ্রহের গতিবিধির দ্বারা গণনা করা হয়। গ্রহের গতিবিধির কারণে, আসন্ন সপ্তাহটি কিছু রাশির জন্য খুব শুভ হতে চলেছে, আবার কিছু রাশির লোকের সাবধান হওয়া দরকার। আসুন জেনে নেওয়া যাক ২৩ জানুয়ারি থেকে কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে এবং কোন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে।
2/13মেষ রাশি: ঘরে শুভ অনুষ্ঠান মঙ্গলিক কাজ বিবাহ গৃহপ্রবেশ হবার যোগ রয়েছে। পারিবারিক মিলের ফলে অনেক ঝগড়াঝাঁটি অশান্তি কমবে একতা বাড়বে। চাকরি, অর্থ ,প্রতিষ্ঠা, সম্মানে উন্নতি। আপনি যে লক্ষ্যে উদ্দেশ্যে কাজ করছেন সেখানে সফলতা পাবেন। দীর্ঘকালীন কোন রোগ থাকলে শারীরিক যত্ন নিন।
3/13বৃষ রাশি: সমস্ত কর্মের শেষে আপনার কিন্তু লাভ কম হবে। মানে আপনি কোন ব্যবসা করছেন যেমন ফল পাওয়ার জন্য ইচ্ছুক, সেই ফল পাচ্ছেন না বা আপনি কোন কর্ম করে রেখেছেন যেমন নাম পাওয়ার কথা সেরকম কিন্তু কেউই আপনার নাম করছে না। আপনার এই সপ্তাহটায়, টেনশন, অশান্তি ,প্রেসার থাকবে কাজের দিকে চাপ থাকবে। পড়াশোনায় কম মন বসবে।
4/13মিথুন রাশি: মিথুন রাশির জন্য এই সময়টা ভালো। কর্মে আপনার বৃদ্ধি পাচ্ছে ।কর্মে সফলতা আসবে ।আপনি কোন উদ্দেশ্যে যাত্রা করছেন সেই উদ্দেশ্য পূর্ণ হবে। মানে ধরুন আপনি কোন ডাক্তার দেখাতে যাচ্ছেন ,আপনি কোন স্কুল কলেজে ভর্তি হতে যাচ্ছেন, বা আপনি এমনি ঘুরতে যাচ্ছেন সেই সকল যাত্রায় আপনি সফলতা পাবেন। আপনার এই সপ্তাহে কিন্তু গাড়ি কেনার যোগ থাকছে এবং আপনি আগে থেকেই জন্য যদি কোন প্রপার্টির জন্য ভেবে থাকেন তাহলে বাড়ি কেনার ও যোগ থাকছে।
5/13কর্কট রাশি: কর্কট রাশির জন্য এই সময়টা পারিবারিক দিকের জন্য অশুভ। পারিবারিক অশান্তি পরিবারের কোনো সদস্যের শরীর স্বাস্থ্য খারাপ নিয়ে অশান্তি অথবা আপনার অফিসে কাজের ক্ষেত্রে কর্ম ক্ষেত্রে কিন্তু অশান্তির যোগ থাকছে। এবং এর ফলে পড়াশোনায় ছাত্রদের মন কম বসবে কারণ যদি ঘরেই পারিবারিক অশান্তি চলে মন সেখানে পড়াশোনায় বসতে চায় না। আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন পারলে নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন করুন।
6/13সিংহ রাশি: এই সময়টা যাত্রার জন্য শুভ নয়, আর্থিক দিক দিয়ে ভালো। চাকরি ব্যবসায় ভালো কর্মক্ষেত্রে উন্নতির যোগ। পড়াশোনার ক্ষেত্রে ভালো।
7/13কন্যা রাশি: কন্যা রাশির জন্য এই সময়টা বিবাহের খুব নতুন যোগ সৃষ্টি করবে। আপনার হয়তো কোন অপূর্ণ থাকা বিবাহের কথা পূর্ণ হতে চলেছে। আপনার পরিবার পরিজনের মধ্যেও কিন্তু বিবাহের যোগ থাকছে আপনার নিজেরও বিবাহের যোগ থাকছেন। আপনার জন্য প্রেম লাভ হতে পারে। আপনি কোন যাত্রা করলে সেখানে কিন্তু সুখ প্রাপ্তি হবে।
8/13তুলা রাশি: তুলা রাশির জন্য এই সময়টা চাকরির ক্ষেত্রে পথ প্রতিষ্ঠা মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। আপনার প্রমোশনের কোন কথা থাকলে সেই প্রমোশনের যোগ টা কিন্তু এখানে খুব ভালো কাজ করবে অর্থাৎ প্রোমোশনের যুগ থাকছে। হঠাৎ করে কোন নতুন বন্ধু আপনার জীবনে আসতে পারে ,প্রেম প্রসঙ্গের জন্য সময় ভালো। গাড়ি বাড়ি যানবাহন বা কোন ভোগ বস্তু কিন্তু কিনতে পারেন।
9/13বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জন্য সময়টা একদম ভালো না। এই সপ্তাহে আপনার ঝগড়াঝাটি অশান্তি পারিবারিক অশান্তি লেগে থাকবে। টেনশনের যোগ বাড়ছে। আপনার এই সপ্তাহটি ভয় ভয় কাটবেন এবং যে প্রচেষ্টা গুলো করবেন সেগুলো কিন্তু সফলতা পাবে না।
10/13ধনু রাশি: কোন কিছুতে ইনভেস্টমেন্ট করলে খুব ভালো ফল পাবেন ।শেয়ার মার্কেটে পয়সা ইনভেস্ট করলে শুভফল। খরচা বৃদ্ধি পাবে শারীরিক কষ্টের যোগ আছে। যাত্রা না করাই ভালো তবে আয়ের পথে কোন বাধা নেই আয় হতে থাকবে।।
11/13মকর রাশি: মকর রাশির জন্য এই সময়টা শুভ যাত্রাতে শুভ ফল পাবেন। কিছু চিন্তা আপনার এই সারা সপ্তাহ জুড়ে মনের মধ্যে ঘুরঘুর করবে তাই কারুর পরামর্শ নিন এখানে শুভ ফল পাবেন।
12/13কুম্ভ রাশি: আপনার স্থানান্তরিত হওয়ার যোগ আছে মানে কোন নতুন গৃহ হলো সেখানে নতুন গৃহে প্রবেশ হওয়ার যোগ থাকছে। চাকরিতে ভালো। ব্যবসায় ভালো ।প্রেম লাভ ।পারিবারিক স্থিতি কিন্তু এই সময় ভালো।
13/13মীন রাশি: মীন রাশির জন্য সপরিবারে যাত্রার যোগ থাকছে। ফলে এখানে মানসিক সুখ শান্তি বৃদ্ধি পাবে ।স্বাস্থ্য সুখ লাভ হবে ।তবে খরচা বৃদ্ধি পাবে ,অবশ্যই আপনি যদি ঘুরতে যান সেখানে খরচা বৃদ্ধি পায়। চাকরি ব্যবসার ক্ষেত্রে ভালো যোগ আছে পড়াশোনায় মন বসবে।